চাতাল শ্রমিক সামিউল হত্যার ঘটনায় ট্রেড ইউনিয়ন সংঘের তীব্র ক্ষোভ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সরকার অটো রাইস (চাতাল) মিলের মালিক ও তার ছেলে শরীফ নির্যাতন করে শ্রমিক সামিউল ইসলামকে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ময়মনসিংহ জেলা কমিটি । সেই সাথে এই ঘটনায় জড়িত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে গতকাল এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি এড হারুন অর রশীদ ও সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন বলেন, দীর্ঘ প্রায় ১০ বছর যাবত শেরপুরের ঝিনাইগাতি উপজেলার সামিউল (২৬) ফুলবাড়িয়ায় বিয়ে করার সুবাদে সরকার রাইস মিলে কাজ করে আসছেন। গত ২৯ মার্চ রাতে সরকার রাইস মিলে কাজ করতে গিয়ে আসন্ন ঈদ উল ফিতরের বেতন বোনাস এর দাবী করলে মিল মালিক পক্ষে’র লোকজন সামিউলকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এতে সামিউল প্রতিবাদ জানায়। এতে মিল মালিকের পুত্র শরীফ মিয়া ৭/৮ জন স্থানীয় সন্ত্রাসীদের নিয়ে সামিউলকে গুদাম ঘরে নিয়ে হাত পা বেঁধে রাতভর নির্যাতন চালায়।এ সময় লোহার রড দিয়ে পিটিয়ে পা ও কোমর ভেঙে ফেলে। পরিবারের সামনে চরম নির্যাতন করে মিল মালিক ও তার ছেলে। পরিবারের আকুতিতে হাত পায়ের বাঁধন খুলে দেয়। পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার ঢাকায় রেফার্ড করে। কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করাতে না পেরে সামিউল মারা যায়।
নেতৃবৃন্দ বলেন, চাতাল শ্রমিকদের জন্য নিয়োগপত্র-পরিচয় পত্র প্রদানসহ শ্রম আইন বাস্তবায়ন করা হয় নি। ফলে আইনিভাবে এ সেক্টরের মালিকদের জবাবদিহিতার আওতায় আনতে সরকারের কার্যকর পদক্ষেপ নেই। নেতৃদ্বয় নিহত শ্রমিক সামিউলের হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাসহ নিহত শ্রমিকের পরিবারকে এক জীবনের আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ প্রদানের আহবান জানান নেতৃদ্বয়।
Acquired secondary hypogonadism can i buy priligy in usa