অর্থনীতিজাতীয়

প্রশাসনের আশ্বাসেও মজুরি না পেয়ে বিক্ষুব্ধ শ্রমিকদের সড়ক অবরোধ: পুলিশের লাঠিচার্জে আহত অনেক পোশাক শ্রমিক

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ভালুকা উপজেলার কাশর এলাকার এডাম স্টাইল লি এর শ্রমিকদের উপর ১৫ জানুয়ারি পুলিশের লাঠি চার্জে আহত হয় ১০ জনের অধিক শ্রমিক। শ্রমিকদের তিন মাসের বেতন ও বকেয়া পাওনা আদায়ে গতকাল সারা দিন অপেক্ষা করে সন্ধ্যায় এডাম কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে। দীর্ঘ তিন মাস যাবত প্রশাসনের আশ্বাসে অপেক্ষা করার পর গতকাল মালিকপক্ষের টাকা দেয়ার শেষ তারিখ ছিল। কিন্তু মালিকপক্ষ প্রশাসনের কাছ থেকে তারিখ নিয়ে বার বার টালবাহানা করতে থাকে। গতকালও প্রশাসনের পক্ষ থেকে কোন সদুত্তর পায় নি শ্রমিকরা। ফলে বিক্ষুব্ধ হয়ে শ্রমিকরা সড়ক অবরোধ করে। এ সময় পুলিশ লাঠিচার্জ করে। জানা যায়, কারখানার মালিক সহিদুল হক মুকুল দীর্ঘদিন ধরে শ্রমিকদের বকেয়া পরিশোধ করছেন না। সবশেষ গত ২৯ ডিসেম্বর অত্র অঞ্চলের সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ,শিল্প পুলিশের পুলিশসুপার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ মহাপরিদর্শক, ভালুকার ইউএনও, ভালুকা থানার ওসিসহ অন্যান্য শ্রমিক নেতাদের নিয়ে এক বৈঠকে ১৫ জানুয়ারির মধ্যে শ্রমিকদের বকেয়া মজুরিসহ সকল পাওনা বুঝিয়ে দেয়ার প্রতিশ্রুতি দেন কারখানার মালিক। প্রতিশ্রুতি মোতাবেক শ্রমিকরা সারাদিন কারখানার সামনে অপেক্ষা করলেও মজুরি পরিশোধ করা হয় নি।
গতকাল (১৫ জানুয়ারি) সারাদিন অপেক্ষা করে প্রশাসনের পক্ষ থেকে কোন আশ্বাস না পেয়ে সন্ধ্যার দিকে শ্রমিকরা সড়ক অবরোধ করে। এতে ঢাকা ময়মনসিংহ সড়কে ভালুকা অঞ্চলে যান চলাচল আটকে যায়। এ সময় পুলিশ গিয়ে রাস্তা থেকে শ্রমিকদের সরাতে লাঠি চার্জ করে। এতে অনেক শ্রমিক আহত হয়।

ইমু নামে নারী শ্রমিক জানান, দীর্ঘ ৩ মাস অপেক্ষা করেছি। আমাদের বাড়িভাড়া, দোকান বিল সব বাকি। বাড়িওয়ালা থাকতে দিচ্ছে না বাসায়,দোকানে বাকি বন্ধ করে দিয়েছে। আমাদের পেটে ক্ষুধা,বাচ্চাকে খাবার দিতে পারছি না। প্রশাসনের আশ্বাসেও বেতন পেলাম না। পুলিশ আরো আমাদের পিটায়া রাস্তা থেকে তুলে দিলো।
নুরুল্লাহ জানান, সেনাবাহিনী কথা দিয়েও পারলো না। তারপরও আমরা অপেক্ষা করেছি। কিন্তু আর কত! সকল দায় প্রশাসনকে নিতে হবে।