ময়মনসিংহে শ্রম আদালত স্থাপনের দাবিতে শ্রমমন্ত্রী বরাবর ট্রেড ইউনিয়ন সংঘের আবেদন
স্টাফ রিপোর্টার: ময়মনসিংহে শ্রম আদালত স্থাপনের দাবিতে শ্রমমন্ত্রী বরাবর আবেদন জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ। ২৩ জুন ২০২১ খ্রি: তারিখে ট্রেড ইউনিয়ন সংঘ ময়মনসিংহ জেলার উদ্যোগে শ্রম সচিবের মাধ্যমে মন্ত্রী বরাবর আবেদন জানানো হয়। আবেদনের প্রেক্ষিতে ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সভাপতি এডভোকেট হারুন-অর-রশিদ এবং সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন এক যুক্ত বিবৃতি প্রদান করেন। বিবৃতিতে নেতৃদ্বয় উল্লেখ করেন- দেশে বর্তমানে ১০ টি শ্রম আদালত রয়েছে । কিন্তু ময়মনসিংহ বিভাগে কোন শ্রম আদালত নেই। ফলে এ অঞ্চলের শ্রমিকদের বিভিন্ন সমস্যায় আইনি প্রতিকার পেতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। বিবৃতিতে নেতৃদ্বয় আরো বলেন, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলার ঢাকা-ময়মনসিংহ রোডের গাজীপুর থেকে ত্রিশাল পর্যন্ত এবং ময়মনসিংহ-কিশোরগঞ্জ রোডের কলতাপাড়া-নান্দাইল একটি শ্রমঘন অঞ্চল । এইসব অঞ্চলে গার্মেন্টস-টেক্সটাইল, সোয়েটার ও স্পিনিং মিল রয়েছে শতাধিক। এছাড়া ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলায় প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতে নিবন্ধিত কারখানার সংখ্যা ১৪০, নেত্রকোণায় ১৬৯, শেরপুরে ৯০৪ এবং ময়মনসিংহ জেলার সদর, ত্রিশাল, ভালুকা ফুলবাড়িয়া, মুক্তাগাছা, ফুলপুর, তারাকান্দা, নান্দাইল, ঈশ^রগঞ্জ, গফরগাঁও এবং গৌরীপুর উপজেলাসহ মোট ১১১১ টি নিবন্ধিত কারখানা রয়েছে। যেখানে প্রায় কোটির কাছাকাছি শ্রমিক-কর্মচারী ও শ্রমজীবি মানুষ কর্মরত রয়েছেন। এ সমস্ত অঞ্চলে শ্রম আইন লঙ্ঘনসহ বিভিন্ন ধরনের শিল্প সমস্যা বিরাজমান। এ সমস্ত সমস্যার প্রতিকার পেতে শ্রমিকদের রাজধানীতে অবস্থিত শ্রম আদালতে যেতে হয়। ফলে দেখা যায়, যোগাযোগের দূরত্বের কারণে যথাসময়ে অভিযোগ দাখিল ও প্রতিকার পেতে শ্রমিক-মালিক উভয়ের জন্য প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। যার কারণে অধিকাংশ শ্রমিকরা তাদের ন্যায়সঙ্গত প্রতিকার চাওয়া থেকে বিরত থাকেন। এতে অমীমাংসিত বিষয়ে শ্রম অসন্তোষ বৃদ্ধি পেতে থাকে এবং এক সময় সুষ্টু শিল্প পরিবেশ রক্ষায় বিঘœতার সৃষ্টি হয়।
এ প্রেক্ষিতে ময়মনসিংহ বিভাগের অধীন ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণা জেলার জন্য বিভাগীয় শহর ময়মনসিংহে প্রয়োজনীয় শ্রম আদালত প্রতিষ্ঠা করে এ অঞ্চলের শ্রমিকদের স্বার্থ তথা শিল্প স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার জন্য নেতৃদ্বয় শ্রম প্রতিমন্ত্রী বরাবর অনুরোধ জানান।