উল্লাপাড়ায় ভ্র্যাম্যমান আদালত অভিযানে ৫ লক্ষ টাকার জাল পুড়িয়ে ছাই
সাব্বির মির্জা (সিরাজগঞ্জ)প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিষিদ্ধ চায়না জাল তৈরির কারখানায় ভ্র্যাম্যমান আদালত অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা সহ ৫ লক্ষ টাকার জাল পুড়িয়ে দেওয়া হয়েছে। সেই সাথে প্রায় ১১ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না জাল জব্দ করে কারখানাটি সিলগালা করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের নবরত্ন পাড়া গ্রামে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান খান এ অভিযান পরিচালনা করেন।উল্লাপাড়া উপজেলার হাটিকুলরুল ইউনিয়নের নবরত্ন পাড়া গ্রামে একটি কারখানা ভাড়া নিয়ে ঈশ্বর হলদার ও বিধান হলদার দীর্ঘদিন যাবত নিষিদ্ধ চায়না জাল তৈরি করে আসছিলো।
উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান খান জানান, ‘আজকের পত্রিকায়’ নিষিদ্ধ জাল তৈরির কারখানার সন্ধান সংবাদটি দেখে ওই কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় ১০ হাজার টাকা জরিমানা ও ৫ লক্ষ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে দেওয়া হয়। এবং কারখানায় থাকা প্রায় ১১ লক্ষ টাকার জাল জব্দ করা সহ কারখানাটি সিলগালা করা হয়েছে।এসময় উপস্থিত ছিলেন,উল্লাপাড়া উপজেলা মৎস কর্মকর্তা বায়েজিত আলম,আনন্দ টিভির জেলা প্রতিনিধি শিশির আলম,মাই টিভির উল্লাপাড়া প্রতিনিধি রেজাউল করিম বাচ্চু, আজকের পত্রিকার উল্লাপাড়া প্রতিনিধি এস এম ময়নুল হোসাইন র্যাব-১২ ক্যাম্পের সদস্যরা সহ স্থানীয় গনমাধ্যম কর্মী।