অন্যান্যজাতীয়

গাজীপুরের স্টাইল ক্রাফট গার্মেন্টস শ্রমিকদের বেতন বোনাস পরিশোধের আশ্বাস

স্টাফ রিপোর্টার:  গাজীপুরের স্টাইল ক্রাফট লিমিটেড এবং ইয়ং ওয়ান বিডি লিঃ গার্মেন্টস এর দীর্ঘদিনের শ্রম অসন্তোষ এবং অচলাবস্থার প্রেক্ষিতে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধের আশ্বাস দিয়েছে কারখানা কর্তৃপক্ষ।

১১ আগস্ট সন্ধ্যায় সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মালিক -শ্রমিক এবং সরকার ত্রিপক্ষীয় জরুরি সভায় দীর্ঘ আলোচনা শেষে এ  আশ্বাস দেয় কারখানা কর্তৃপক্ষ।

 

সভায় শ্রমিক এবং বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিগণ এ কারখানায় দীর্ঘদিন ধরে  শ্রম অসন্তোষ চলে আসার বিষয়টি উল্লেখ করেন।  ত্রি-পক্ষীয় সভায় আলোচনার মাধ্যমে শ্রমিক-মালিক উভয় পক্ষই একটি সিদ্ধান্তে উপনীত হোন।  এর মাধ্যমে গার্মেন্টস কারখানাটি পুনরায় সচল হবে বলে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন।

সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৫ আগষ্ট কারখানা খুলে দেয়া হবে। এদিন শ্রমিক এবং কর্মচারীদের জুন মাসের বেতন দেয়া হবে। একই সাথে কর্মচারীদের ২০২০ সালের ডিসেম্বর মাসের বকেয়া বেতন এবং শ্রমিক ও কর্মচারীদের গত ঈদ উল আযহার বোনাস দেয়া হবে। আগামী ৫ সেপ্টেম্বর কর্মচারীদের ২০২০ সালের নভেম্বর মাসের বেতন এবং ২৫ সেপ্টেম্বর শ্রমিক ও কর্মচারীদের জুলাই মাসের বেতন দেয়া হবে। ২০ অক্টোবর দেয়া হবে শ্রমিক ও কর্মচারীদের আগষ্ট মাসের বেতন এবং কর্মচারীদের মার্চ মাসের বকেয়া বেতন। সিদ্ধান্ত অনুযায়ী প্রতি মাসে ৫ দিন করে এগিয়ে শ্রমিক ও কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত পরিশোধ করার কথা বলা হয়।

 

ত্রিপক্ষীয় আলোচনায় শ্রম মন্ত্রণালয়ের সচিব (অতিরিক্ত দায়িত্ব) সাকিউন নাহার বেগম, অতিরিক্ত সচিব জেবুন্নেছা করিম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো নাসির উদ্দীন আহমেদ, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক গৌতম কুমার, যুগ্মসচিব(শ্রম) মোহাম্মদ নান্নু মোল্লা, গাজীপুর সিটি করপোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, বিজিএমইএ এর সভাপতি ফারুক হাসান, সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নান কচি, সহসভাপতি হারুন অর রশীদ, স্টাইল ক্রাফট লিমিটেড এর পরিচালক শরীফ রহমান এবং গাজীপুর অঞ্চলের বিভিন্ন শ্রমিক নেতারা উপস্থিত থাকেন।

 

 

3 thoughts on “গাজীপুরের স্টাইল ক্রাফট গার্মেন্টস শ্রমিকদের বেতন বোনাস পরিশোধের আশ্বাস

  • Good – I should certainly pronounce, impressed with your website. I had no trouble navigating through all tabs as well as related information ended up being truly simple to do to access. I recently found what I hoped for before you know it at all. Quite unusual. Is likely to appreciate it for those who add forums or anything, site theme . a tones way for your customer to communicate. Excellent task..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *