অন্যান্য

শেরপুরের শ্রীবরদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

মুহাম্মদ আবু হেলাল,শেরপুর প্রতিনিধি :  শেরপুরের শ্রীবরদীতে নানা কর্মসূচীর মধ্য দিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে।
১৫ আগস্ট সকাল সাড়ে ৯ঘটিকায় স্বাস্থ্যবিধি মেনে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণ করা হয়।
পরে শহীদ শাহ মুতাসসিম বিল্লাহ বীর বিক্রম স্মৃতি অডিটরিয়ামে বঙ্গবন্ধুর বর্ণঢ্য রাজনৈতিক জীবন ও কীর্তির উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ফেরদৌস আলীর সভাপত্বিতে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আশরাফ হোসেন খোকা।
উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোবারক চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি এমএ মতিন, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, সাবেক পৌর মেয়র আবু সাইদ, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ হেল আল আমিন, প্যানেল মেয়র আশরাফুল আলম বুদু, যুবলীগের সাবেক সাধারন সম্পাদক আলমগীর হোসেন, জাতীয় শ্রমিক লীগ উপজেলা শাখার সাবেক সভাপতি মকবুল হোসেন, জাসদের সভাপতি কোহিনুর, তাতীলীগের আহবায়ক হেলাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও রানীশিমুল ইউনিয়ন শাখার সভাপতি মমিনুল ইসলাম মমিন।
 এসময়  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আইন ও মানবাধিকার সুরক্ষার ফাউন্ডেশনের সভাপতি আব্দুর রউফ তারা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক কমিটির সদস্য শামীম মিয়া, মোক্তার হোসেন, ফারুক মিয়া, সাইফুল ইসলাম, জাহিদুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম, ভেলুয়া ইউনিয়ন শাখার সভাপতি খোকন আজিম, সাধারন সম্পাদক সুলতান সরকার, কাকিলাকুড়া ইউনিয়ন শাখার সভাপতি মতিউর রহমান, তাতীহাটি ইউনিয়ন শাখার সভাপতি শাকিল হাসান সহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের সকল শহীদের মাগফেরাত কামনায় দোয়া, মিলাদ মাহফিল ও খাবার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *