শেরপুরে অর্ধকোটি টাকার তক্ষক জব্দ : আটক-১
মুহাম্মদ আবু হেলাল, শেরপুর থেকে : শেরপুরে নকলায় প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ৪টি তক্ষকসহ লোকমান হাসান (২৮) নামে এক পাচারকারীকে আটক করেছে জামালপুরের র্যাব-১৪ ।
গতকাল ২৩ আগষ্ট দিবাগত রাতে সোমবার রাতে উপজেলার ধনাকুশা পশ্চিমপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত লোকমান ওই গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে।
র্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিকউজ্জামানের নেতৃত্বে রাত ঘটিকার দিকে নকলা উপজেলার ধনাকুশা পশ্চিমপাড়া (ধনারপাড়) এলাকায় জনৈক সাইফুল ইসলামের মনোহরী দোকানের সামনে অভিযান চালানো হয়।
এসময় পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা লোকমান হাসানকে ৪টি তক্ষকসহ হাতেনাতে আটক করা হয়। জব্দকৃত ৪টি তক্ষকের মূল্য প্রায় অর্ধকোটি টাকা বলে জানিয়েছে র্যাব। র্যাব আরও জানান, আটককৃত লোকমান অনেকদিন যাবত তক্ষক কেনাবেচার ব্যবসার সাথে জড়িত।
পরে রাতেই বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা দায়ের করে জব্দকৃত তক্ষক সহ লোকমানকে নকলা থানায় সোপর্দ করা হয়। নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশফিকুর রহমান এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।