সীতাকুন্ডে অগ্নিকান্ডের ঘটনায় গভীর শোক, উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে ট্রেড ইউনিয়ন সংঘ
স্টাফ রিপোর্টার: বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় গভীর শোক, উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ। চট্টগ্রাম নগরী থেকে ২০ কিলোমিটার দূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সীতাকুন্ড থানাধীন সোনাইছড়ি ইউনিয়নে ২৪ একর জায়গা জুড়ে এই ডিপোটি অবস্থিত। বিভিন্ন গণমাধ্যম সূত্রে এখন পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক হতাহতের ঘটনা জানা যায়। হতাহতদের মধ্যে শ্রমিক, দমকল কর্মি ও পুলিশসহ স্থানীয় লোকজনও রয়েছে। এ ঘটনায় ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি হাবীবুল্লাহ বাচ্চু এবং সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম এক যুক্ত বিবৃতিতে গভীর শোক ও উদ্বেগ জানিয়ে বলেন, কন্টেইনারে ভয়াবহ বিস্ফোরণের ক্ষেত্রে নিশ্চয়ই এর সংরক্ষণ প্রণালীতে গাফিলতি ছিলো। বিশেষ করে হাইড্রোজেন পারঅক্সাইড বা এ জাতীয় রাসায়নিক দ্রব্য পরিবহনের ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা নিশ্চিত করতে হয় । ডিপো কর্তৃপক্ষ ও কন্টেইনার মালিকদের এক্ষেত্রে যথেষ্ট গাফিলতি থাকতে পারে। বিষয়টি সুষ্টু তদন্তের মাধ্যমে খতিয়ে দেখে এ প্রেক্ষিতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন নেতৃদ্বয়।
নেতৃদ্বয় আরো বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথ বিনিয়োগে বেসরকারি এ ইনল্যান্ড কন্টেইনার ডিপোটি (আইসিডি) ২০১১ সালে গড়ে তোলা হয়। এর চেয়ারম্যান নেদারল্যান্ডসের ও ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশের । এ ডিপোতে পোশাক, খাদ্য প্রক্রিয়াজাত খাতের পণ্যসহ বিভিন্ন ধরনের আমদানি ও রপ্তানি পণ্যের কন্টেইনার জাহাজীকরণ ও পরিবহনের জন্য প্রস্তুত করা হয়। এই ভয়াবহ অগ্নিকান্ডের ফলে অনেক মানুষের প্রাণহানি ও গুরুতর আহত হওয়াসহ ব্যাপক সম্পদের ক্ষয়ক্ষতি সাধিত হয়। নেতৃদ্বয় সকল হতাহতদের জন্য উপযুক্ত চিকিৎসা ও ক্ষতিপূরণ দাবি করেন।