নিশুতি রাতের রাগিনী ঃ কবি মোঃ কামাল উদ্দিন আহমেদ কামাল
নিশুতি রাতের রাগিনী
মোঃ কামাল উদ্দিন আহমেদ কামাল
নিরাকপরা নিশুতি রাতের নিস্তব্ধতা ভেদ করে,
ছুটে চলেছি কর্মস্থলের পানে।
পেছনে ফেলে যাচ্ছি,
অসুস্থ সব গৃহবাসি।
আমারই বা কম কিসে ১০২ ডিগ্রী,
তবুও কি থামতে পারি?
এ যে ছকে বাঁধা আজ্ঞাবহ
পরাধীন জীবন,
যেতে হবে,যেতে হচ্ছে ।
মনের গভীরে পীড়া দিয়ে যায় এক ক্রন্দনরোল,
এ যেন মাঝ নদীতে পোস্টমাস্টারের মর্মবিলাপ।
মন চায় গৃহে ফিরে যাই আবার,
কিন্তু ইতোমধ্যে আমি যে ভৈরববাজার অতিক্রম করে ফেলেছি।
কর্ণকুহরে থেকে থেকে বেঁজে উঠে রবি ঠাকুরের সেই করুণ রাগিনী!
তুই ফেলে এসেছিস কারে মন মনরে আমার!!