অন্যান্য

ফুলবাড়ীয়ায় ১২ হাজার লিটার ডিজেল জব্দ ঃ ১৫ হাজার টাকা জরিমানা

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম উপজেলার কেশরগঞ্জ বাজারে প্রায় ৩ ঘন্টা ব্যাপী সফল অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত প্রায় ১২ হাজার লিটার ডিজেল ও ৩ হাজার লিটার পেট্রোল জব্দ করেছেন।

আজ রবিবার (৭ আগস্ট) বেলা ১২টা ৪৫মিনিট থেকে অভিযান শুরু করে কেশরগঞ্জ বাজারের ব্যবসায়ী আলী হোসেন, উমর ফারুক ও ইমরানের দোকানে মজুদকৃত ডিজেল ও পেট্রোল জব্দ করে পেট্রোলিয়াম আইনের প্রতিজনের নিকট থেকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালত পরিচালনার কাজে ফুলবাড়ীয়া থানা এস.আই জাকির হোসেনসহ সঙ্গীয় ফোর্স দায়িত্ব পালন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *