আওয়ামী লীগেকে সুসংগঠিত করতে কাজ করবো – সোমনাথ সাহা
আনোয়ার হোসেন শাহীনঃ
দীর্ঘ ১৯ বছর পর ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।
এবারের সন্মেলনে সাধারন সম্পাদক পদে প্রার্থী অনেক।তিনি পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকদের নিয়ে শক্ত অবস্থান তৈরি করেছেন। উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সোমনাথ বিগত দিনে দলীয় কর্মসূচী পালন করতে গিয়ে ৩টি দ্রুত বিচার মামলার আসামী হন। এরমধ্যে ২১আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে মিছিল করায় পুলিশ বাদী হয়ে গাড়ী ভাংচুর ও দ্রুত বিচার মামলার আসামী করে সোমনাথ সাহাকে। তার পক্ষে ইতোমধ্যে গৌরীপুর উপজেলার পৌরসভা সহ ১০টি ইউনিয়নের সভাপতি-সম্পাদকের মধ্যে অনেকেই প্রকাশ্যে প্রচার-প্রচারণায় নেমেছেন। উপজেলার ১০ টি ইউনিয়নে প্রায় সবকটিতে ইউনিয়নের নেতৃবৃন্দ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা করেছেন।
প্রতিটি মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক গৌরিপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ খান সেলভি, গৌরীপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম দিপু, ২নং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান পল্লব, ৩নং অচিন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক,৪নং মাওহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুর মোহাম্মদ কালন,৫নং সহনাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহিদাস আচার্য, ৭নং রামগোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম মাস্টার,৮নং ডৌহাখলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল হক সরকার, ৮নং ডৌহাখলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজিম উদ্দিন।৯নং ভাংনামারি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হাসনাত দোলন, ১ নং মইলাকান্দা ইউনিয়ন পরিষদের আওয়ামী নেতা তপন সাহা সহ উপজেলা আওয়ামীলীগ,ইউনিয়ন আওয়ামীলীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সোমনাথ সাহা বলেন,আমি নির্বাচিত হলে,জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবানসহ ও সকলের সম্মিলিত প্রচেষ্টায়
দলের নীতি আদর্শ মেনে উপজেলা আওয়ামী লীগেকে সুসংগঠিত করতে কাজ করবো।
Good day! Do you know if they make any plugins to assist
with Search Engine Optimization? I’m trying to get my blog to rank for some targeted keywords but I’m not seeing very good success.
If you know of any please share. Kudos! You can read similar art here: Warm blankets
Hey there! Do you know if they make any plugins to assist with SEO?
I’m trying to get my site to rank for some targeted keywords
but I’m not seeing very good gains. If you know of any please share.
Kudos! I saw similar blog here: Coaching
I am extremely impressed with your writing skills as neatly as with the layout on your weblog. Is this a paid subject or did you customize it your self? Anyway keep up the excellent quality writing, it is rare to see a great blog like this one today. I like azkerbangladesh.com ! My is: Instagram Auto comment