প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে মসিকের পক্ষ থেকে প্রায় ২৮ লক্ষ ৬২ হাজার টাকার অর্থ সহায়তা প্রদান
শহর প্রতিনিধি ঃ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ প্রকল্পের আওতায় মোট ২৮ লক্ষ ৬২ হাজার টাকার অর্থ সহায়তা করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। ২৪ সেপ্টেম্বর শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের নারী ও শিক্ষার্থীদের মাঝে এ সহায়তা প্রদান করা হয়। তন্মধ্যে ব্যবসা শুরুর জন্য ১৯৮ জন নারীকে ১০ হাজার টাকা করে এবং শিক্ষা সহায়তা বাবদ ৯৮ জন শিক্ষার্থীকে ৯ হাজার টাকা করে সহায়তার চেক দেয়া হয়।
মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলীর এ সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এসব ভাতার মাধ্যমে প্রাপ্ত অর্থের যথাযথ ব্যবহারের প্রতি গুরুত্বারোপ করে বলেন, আমরা আপনাদের পাশে আছি। উন্নয়নে নিজের
প্রচেষ্টাকেও জোরদার করতে হবে। সরকার প্রদত্ত এ অর্থের যেন যথাযথ ব্যবহার হয় তা নিশ্চিত করার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আবুল বাশার, দারিদ্র্য বিমোচন সংক্রান্ত স্থায়ী কমিটির
সভাপতি ও ১৩,১৪,১৫ নং ওয়ার্ডের সংরতি আসনের কাউন্সিলর রোকেয়া হোসেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের টাউন ম্যানেজার আবু হেনা মোঃ মাজহারুল ইসলাম, মসিকের সমাজসেবা কর্মকর্তা উম্মে হালিমা প্রমুখ।