ফ্রেন্ডস রেস্টুরেন্টে সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক অগ্নিদগ্ধ হওয়ায় হোটেল শ্রমিক ইউনিয়নের তীব্র ক্ষোভ ও উপযুক্ত ক্ষতিপূরণ দাবি
ময়মনসিংহ শহরের রামবাবু রোডে অবস্থিত ফ্রেন্ডস রেস্টুরেন্টে সিলিন্ডার বিস্ফোরণে দুই শ্রমিক অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন ময়মনসিংহ জেলা কমিটির নেতৃবৃন্দ। ৪ নভেম্বর ২০২২ খ্রি: তারিখে রাত ৮ ঘটিকায় র্যালীর মোড় কার্যালয়ে অনুষ্ঠিত ইউনিয়নের জেলা কমিটির সভায় এ ক্ষোভ প্রকাশ করা হয়। ইউনিয়নের জেলা সভাপতি সারোয়ার হোসেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুখলেছুর রহমানের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন এবং ইউনিয়নের নেতৃবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ বলেন, গত ১ নভেম্বর সকাল ৮.৩০ টায় ফ্রেন্ডস রেস্টুরেন্টের রান্নাঘরে সিলিন্ডার বিস্ফোরণে বাবুর্চি সহকারী মনোয়ারা বেগম (৬০) ও নূর হোসেন (২২) অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হোন। আহত শ্রমিকদের প্রাথমিকভাবে ময়মনসিংহ মেডিক্যালে ভর্তি করা হলেও পরিস্থিতি গুরুতর হওয়ায় পরবর্তীতে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়। রেস্টুরেন্টের কর্মচারীদের বরাত দিয়ে নেতৃবৃন্দ বলেন, রেস্টুরেন্টটির গ্যাসের লাইন পূর্ব থেকেই ছিদ্র ছিলো। কর্মরত বাবুর্চিসহ রেস্টুরেন্টের শ্রমিক-কর্মচারীগণ এ বিষয়ে মালিক-ম্যানেজারদের বার বার জানানোর পরও লাইন সারানোর কোন উদ্যোগ কর্তৃপক্ষ নেয় নি। রেস্টুরেন্ট কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে নেতৃবৃন্দ তাদের বক্তব্যে অভিযোগ করেন। নেতৃবৃন্দ অগ্নিকান্ডের এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাগ্রহণসহ ক্ষতিগ্রস্থ শ্রমিকদের সূচিকিৎসা নিশ্চিত ও উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবী জানান। (সংবাদ বিজ্ঞপ্তি)