পাগলায় যাত্রী সেজে অটোরিকশা ছিনতাই;রিকশা উদ্ধারসহ ছিনতাইকারী গ্রেফতার
স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন এলাকায় যাত্রী সেজে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে ছিনতাইয়ের ১২ ঘন্টার মধ্যে মঙ্গলবার দুপুরে রিকশাটি উদ্ধার করেছে পুলিশ। এসময় নজরুল ইসলাম (৪০) নামে এক ছিনতাইকারীকেও গ্রেফতার করতে সম হয় পাগলা থানা পুলিশ।
জানা যায়,সোমবার (২২ মে) পাগলা থানা এলাকায় সাজিদ নামে এক চালক অটোরিকশা নিয়ে বের হন। ওই সময় শ্রীপুরের ঐতিহ্যবাহী বরমী বাজারের যাওয়ার কথা বলে যাত্রী
সেজে ছিনতাইকারী নজরুল রিকশায় চেপে বসে। পরে বরমী বাজার এলাকায় পৌছার পর পরেই ছিনতাইকারী নজরুল চালক সাজিদকে ধাক্কা দিয়ে ফেলে অটোরিকশা নিয়ে
পালিয়ে যায়।এ ঘটনায় সাজিদ থানায় অভিযোগ করলে পাগলা থানার নবাগত ওসি রাজু আহাম্মেদের নির্দেশে মঙ্গলবার এসআই মদন চন্দ্র সিং এর নেতৃত্বে অভিযানে
নামে পুলিশ। এরপর দুপুরে উপজেলার নিগুয়ারী ইউনিয়নের পল্টন মোড় এলাকা থেকে অটোরিকশাসহ ছিনতাইকারী নজরুলকে গ্রেফতার করে পুলিশ।
পাগলা থানার ওসি রাজু আহাম্মেদ জানান, গ্রেফতারকৃত ছিনতাইকারী নজরুল আন্তঃজেলা চোর চক্রের
সদস্য। তার নামে একাধিক চুরি মামলা রয়েছে।