সংবাদ প্রকাশের পর সরিষাবাড়ী পোগলদিঘা ইউনিয়নে কর্মসৃজন প্রকল্পের কাজ শুরু
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির ২০২২-২৩ অর্থ বছরের ১ম পর্যায়ের প্রকল্পের অর্থ পুকুর চুরির প্রেক্ষিতে এলাকাবাসির অভিযোগ ভিত্তিতে দৈনিক আজকের বাংলাদেশ,
দৈনিক সকালে সময় ও একুশে একাত্তর অনলাইন চ্যানেলসহ একাধিক মিডিয়ায় সংবাদ প্রকাশের পর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে তুলার মোড় সংলগ্ন চানুর বাড়ি হতে দক্ষিণদিকে মরহুম ইব্রাহিম চাকলাদারের বাড়ী হয়ে শাহজাহান সাধুর বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ অবশেষে শুরু হয়েছে বলে জানা যায়।
রবিবার সরেজমিনে কর্ম সৃজনের কাজের অগ্রগতি জানতে ওই অঞ্চলে যাওয়ার পর এ বিষয়ে ফকির তুলা মিয়া বলেন, এলাকায় কাজ হচ্ছে। আমরা খুশি। গ্রামের ভ্যানচালক আবুল কালাম বলেন, এভাবে রাস্তায় কাজ করলেই আমরা খুশি। গৃহিনী সাহা ভানু বলেন, এতদিন সড়কে কোন কাজ হয়নাই। আপনারা (সাংবাদিকরা) লেখার পরই কাজ হইতেছে। চলাফেরায় আমরা শান্তি পামু। কৃষক হানিফ, মোতালেবসহ অনেকে জানান, গত ৪/৫ দিন রাস্তায় মাটি কাটার পর আবারও ৩/৪ দিন যাবৎ কাজ বন্ধ বলে স্থানীয়রা জানান। সাধুর বাড়ি হতে লালনের বাড়ী পর্যন্ত এখনো মাটি কাটা হয়নি। তবে সরকার বাড়ী মসজিদের পাশে কয়েক স্থানে মাটি কাটা হয়েছে বলে জানা যায়। দীর্ঘদিন পর রাস্তায় কাজ হওয়ায় এলাকাবাসি অত্যন্ত খুশি। তারা সাংবাদিক, চেয়ারম্যান – মেম্বারদের ধন্যবাদ জানান।
তবে পুটিয়ার পাড়, মোনারপাড়, জামতলী এলাকার অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির ২০২২-২৩ অর্থ বছরের ১ম পর্যায়ের রাস্তা সংস্কার কাজের কোন অগ্রগতি নেই বলে এলাকাবাসী জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ূন কবীর বলেন, প্রকল্পের কাজ শুরু হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেন, আমি কয়েকদিন আগে যোগদান করেছি। প্রকল্পের কাজ সম্পর্কে এখনো কিছু জানিনা।