অন্যান্য

পাহাড়ি জনপদে প্রাণের ঋতু বর্ষাকে বরণ

নালিতাবাড়ী প্রতিনিধি : বাঙালির প্রাণের ঋতু বর্ষাকে বরণ করতে বর্ষাবরণ ও ঋতুরঙ্গ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেছে শেরপুরের নালিতাবাড়ী শহরের সেঁজুতি বিদ্যানিকেতন।প্রাণের মাঝে শান্তির পরশ আনা বাংলার এই ঋতুকে বরণ উপলক্ষে বৃহস্পতিবার ১লা(১৫ জুন) আষাঢ়ে সেঁজুতি অঙ্গন বর্ষাবরণ শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। বর্ণাঢ্য শোভাযাত্রায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথি অংশগ্রহণ করেন।

শোভাযাত্রায় শিক্ষার্থীরা বর্ষার সাথে মিল রেখে গ্রামীণ পোষাকের পাশাপাশি বিভিন্ন সাজ সজ্জা করে বর্ষার রূপ ফুটিয়ে তোলে। শোভাযাত্রা শেষে সেঁজুতি অঙ্গনে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রাণের ঋতুকে বরণ করার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তমনা এস এম হান্নান,কৃষক লীগের নেতা নূরে আলম সিদ্দিকী জনি,স্বাধীন বাংলা নিউজের স্টাফ রিপোর্টার শাহাদাত তালুকদার,সাংবাদিক মুন্জুরুল ইসলাম প্রমুখ।সেঁজুতি বিদ্যানিকেতনের প্রিন্সিপাল মুনীরুজ্জামান বলেন,আমাদের সাহিত্য, সংস্কৃতি ও সঙ্গীতে বর্ষা ঋতু আবহমানকালই নব জাগরণ ঘটায়।আমরা সিক্ত হই বর্ষা ঋতুর বহতায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *