অন্যান্য

নাশকতামূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে জামায়াতে ইসলামের ১৯ জন নেতা গ্রেফতার

শহর প্রতিনিধি ঃ নাশকতামূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহে কোতোয়ালি থানা পুলিশের হাতে ৩১ জুলাই জামায়াতে ইসলামের ১৯ জন নেতা গ্রেফতার হয়েছে। এরা সবাই জামায়াতে ইসলাম এর ময়মনসিংহ শহরের বিভিন্ন উপজেলার সক্রিয় সদস্য। গত ২৮ তারিখ সন্ধ্যায় তারা শহরের নতুন বাজার মোড়ে সরকার বিরোধী স্লোগান দেয়া ও যানবাহন ভাংচুরসহ দাঙ্গা হাঙ্গামা করে বলে জানায় কোতোয়ালি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। উক্ত ঘটনায় গত-২৯ জুলাই ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) তৎসহ ১৪৩/১৪৭/৪২৭ পেনাল কোড) অধীনে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা রুজু হয়। যার মামলা নং ১০০, তারিখ-২৯/০৭/২০২৩ ইং। গ্রেফতারকৃত আসামীরা হলেন, জামায়েত ইসলাম মুক্তাগাছা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ মোঃ মুজাহিদ (৪৫), অর্থ বিষয়ক সম্পাদক ডা. আজহারুল ইসলাম শাহীন (৪৬), প্রচার সম্পাদক হাবিবুল হক শরীফ (৪০),সদস্য মোঃ মামুনুর রশিদ (৪৫), কোতোয়ালী থানা শাখার সভাপতি মাওলানা মোঃ মফিজুল ইসলাম (৫৫), সদস্য মাঃ আবু নাছের সিদ্দিকী (৫২), মোঃ আনোয়ার হোসেন (৫০), গৌরিপুর থানা শাখার সদস্য আসাদুল্লাহ হাফেজ মোঃ কাজিম উদ্দিন (৫৫), ফুলপুর থানা শাখার সুরা সদস্য মোঃ আব্দুল কাদের (৫০)-সুরা সদস্য, ঈশ্বরগঞ্জ থানা শাখার সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন (৫১), সদস্য মোঃ ফজলুল হক ওরফে মাহবুব (৩৬), সেক্রেটারী ইউপি শাখা মোঃ আমিনুল হক খান (৬৫),তারাকান্দা থানা শাখার সদস্য মাওলানা মতিউর রহমান (৫৩),সহ সভাপতি মাওলানা নুরুল ইসলাম (৪০), ফুলবাড়ীয়া থানা শাখার সদস্য মোঃ আঃ মতিন (৩৫), ইয়াকুব আলী হুজুর (৪৩),পাগলা থানা শাখার রুকন সদস্য মাহমুদুল হাসান (৩০), ভালুকা থানা শাখার সদস্য মাওলানা মোবারক হোসাইন (১৯), ধোবাউড়া থানা শাখার সদস্য মোঃ সাইফুল ইসলাম (৪০)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *