অন্যান্য

পানিবন্দী এলাকার মানুষের জন্য সহযোগিতা প্রয়োজন

স্টাফ রিপোর্টার ঃ ময়মনসিংহে গত দুদিনের ভারী বর্ষণে নগরীর প্রায় প্রতিটি এলাকায় বাসা- বাড়িতে পানি ঢুকেছে। নষ্ট হয়েছে ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। কিছু এলাকার পানি কয়েক ঘন্টায় নেমে গেলেও অনেক এলাকায় এখনো পানিবন্দী হয়ে আছে মানুষ। পানি নেমে যাওয়ার পরবর্তী অবস্থা আরো মারাত্মক রূপ নিচ্ছে। নিম্ন আয়ের মানুষের অনেকের ঘরে রান্না পর্যন্ত হয় নি। অনেকেই প্রায় না খেয়েই আছে। যেসব পরিবারে শিশু আছে তারাও চিন্তিত হয়ে আছেন। অনেক শিশুই ঠান্ডা জ্বরে,নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে।

নগরীর নতুন বাজার এলাকার হরিজন পল্লীর ভেতরে বুক সমান পানি হয়ে যাওয়ায় তারা আশ্রয় নেয় স্কুল ঘরে,মন্দিরে। সেখানে অনেকের রান্নার ব্যবস্থাও নেই। ঠিক এমনি ভাবে নগরীর বলাশপুর এলাকার মানুষের করুণ দূর্দশা। অন্যান্য জায়গার পানি নেমে গেলেও উক্ত এলাকাটি নিচু হওয়ায় প্রায় বেশিরভাগ সময়েই জলাবদ্ধতার শিকার হন এ এলাকার মানুষ। গত তিন মাস আগেও ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়রসহ অন্যান্য প্রতিনিধিরা এ এলাকা পরিদর্শন করেছিলেন।

প্রবল বর্ষণে অনেকের ঘরে পানি থাকায় রান্নার ব্যবস্থাও নেই। অনেকের ঘর থেকে পানি নেমে গেলেও এখনো রান্নার ব্যবস্থা করতে গিয়ে হিমশিম খাচ্ছে। কর্মক্ষেত্রে যাওয়া নিয়েও নিম্ন আয়ের মানুষের দিন এনে দিন খাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে বৃদ্ধ,শিশুদের নিয়ে পরিবারের নারী ও পুরুষরা অভাবের মধ্যে পড়েছেন। এক্ষেত্রে সহযোগিতার জন্য সিটি ও জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এলাকাবাসী।

One thought on “পানিবন্দী এলাকার মানুষের জন্য সহযোগিতা প্রয়োজন

  • When combined with the costs of prolonged hospital stays, the cost worldwide must be staggering priligy 60 mg price Factors that should be taken into consideration that need discussion with the patient include

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *