নান্দাইলে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস পালিত
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৮ অক্টোবর) শেখ রাসেল দিবস উপলক্ষ্যে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পালের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ¦ মো: আনোয়ারুল আবেদীন খান তুহিন। এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান রাশেদ, উপজেলা প্রকৌশলী শাহাবো রহমান সজিব সহ প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানগণ প্রমুখ উপস্থিত ছিলেন।
buy priligy 60 mg PUBMED Abstract Yervoy Ipilimumab Immune Mediated Adverse Reaction Management Guide
buying cheap cytotec without rx I am due for my period on Sunday the 21st