অন্যান্য

আজ ত্রিশাল হানাদার মুক্ত দিবস

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : আজ ৯ ডিসেম্বর ময়মনসিংহের ত্রিশাল মুক্ত দিবস। ১৯৭১ সালের আজকের এই দিনে ত্রিশালের মুক্তিকামী দামাল ছেলেরা পাকবাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে শক্রমুক্ত করেছিল।

১৯৭১ সালের ৮ ডিসেম্বর স্থানীয় মুক্তিযোদ্ধাদের কাছে নির্দেশনা আসে পাকিস্তানি ক্যাম্প আক্রমণ করে ত্রিশাল থানা দখল করতে হবে। নির্দেশনা অনুযায়ী, মুক্তিযোদ্ধারা সংঘবদ্ধ হয়ে রাতেই আক্রমণ করেন থানা ঘাঁটিতে।

১১ নম্বর সেক্টরের এফ জে সাব-সেক্টর আফসার বাহিনীর কমান্ডার আইয়ুব আলী, টুআইসি আব্দুল বারি মাস্টার ও ভালুকার মেজর আফসার বাহিনীর নাজিম উদ্দিন কমান্ডারের নেতৃত্বে গভীর রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের সম্মুখযুদ্ধ হয়।

জৈমত আলী, গোলাম মোস্তফা, ছাইফুল ইসলাম, আব্দুল আজিজ, মনিরুদ্দিন, ইয়াছিন আলী, চান তারা, জামাল উদ্দিন, আব্দুল হাই, সিরাজুল ইসলামসহ ২০-২৫ জন মুক্তিবাহিনীর কাছে যুদ্ধে পরাজিত হয় হানাদার বাহিনী।

রাতভর প্রাণপণ লড়াইয়ের পর ওই সম্মুখযুদ্ধে ৯ ডিসেম্বর ভোরের মধ্যেই দখলে আসে ত্রিশাল থানা। নিশ্চিত পরাজয় বুঝতে পেরে সকলের আগেই ত্রিশাল ছেড়ে পালাতে শুরু করে হানাদার বাহিনী। সকাল হওয়ার আগেই ত্রিশাল থানা হানাদার মুক্ত হয়।

৯ ডিসেম্বর সকাল ৯টার দিকে স্থানীয় নজরুল একাডেমি মাঠে তৎকালীন থানা আওয়ামী লীগের সভাপতি জৈমত আলী মাস্টারের উপস্থিতিতে আব্দুল বারী মাস্টার স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করে ত্রিশালকে হানাদারমুক্ত ঘোষণা করেন।

প্রতি বছরের মতো এ বছরও ত্রিশাল মুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ব্যাপক কর্মসূচী পালন করছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার অফিসার জুয়েল আহমেদ। এছাড়াও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ভিন্ন কর্মসূচি পালন করছে।

One thought on “আজ ত্রিশাল হানাদার মুক্ত দিবস

  • Your blog post was a breath of fresh air. Looking forward to soaking up more of your wisdom in future posts!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *