ময়মনসিংহ-৩, গৌরীপুর আসনে ৪ জনের প্রার্থীতা প্রত্যাহার; আসনটিতে লড়ছেন ৯ জন
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪৮, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে রবিবার (১৭ ডিসেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে ১৩ জন প্রার্থীর মধ্যে ৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
ময়মনসিংহ রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা যায়, মনোনয়নপত্র প্রত্যাহারকারীগণ হলেন বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী নাজিম উদ্দিন আহমেদ এমপি, আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মো. মতিউর রহমান, জাকের পার্টির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম, তরীকত ফেডারেশন ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি অধ্যক্ষ ড. বিশ্বজিৎ ভাদুড়ী।
এই আসনে বর্তমানে প্রতিদ্বন্ধিতা করছেন ৯জন। তারা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট নিলুফার আনজুম পপি, জাতীয় পার্টি মনোনীত মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী মোঃ জামাল উদ্দিন, ন্যাশনাল পিপলস পার্টি মনোনীত প্রার্থী মোঃ শফিউল ইসলাম, আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী মোঃ শরীফ হাসান অনু, আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা সদস্য নাজনীন আলম। আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা, আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত ও জেলা আওয়ামী লীগের সদস্য স্বতন্ত্র প্রার্থী মোর্শেদুজ্জামান সেলিম, স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রমিজ উদ্দিন স্বপন।
উল্লেখ্য, এ আসনে ৯২টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটার সংখ্যা ৩ লাখ ৭৬ হাজার ৪০ জন।
2006 Marginal regression models with a time to event outcome and discrete multiple source predictors generic priligy online Clomiphene Citrate Market Restraints