ময়মনসিংহে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টার ঃ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এক্সিলারেটিং প্রটেকশন ফর চিলড্রেন প্রকল্পের আয়োজনে এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় সিটি এলাকার সুবিধাবঞ্চিত ৩০ জন শিশুর মাঝে ২১ ডিসেম্বর
শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে শীতবন্ত্র বিতরণ করা হয়।
এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী।
এ সময় তিনি বলেন, সরকার সুবিধাবঞ্চিত শিশুদের মুলধারায় নিয়ে আসতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। আমাদের আগামীর লক্ষ্য অর্জনের পথে সবাইকে উন্নয়নে সামিল করতে না পারলে কাঙ্খিত লক্ষ্য অর্জন সম্ভব না।
তিনি আরও বলেন, সকল শিশুর শিক্ষা গ্রহণ নিশ্চিত করতে হবে। সরকার বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা সহ বিভিন্ন ভাতার ব্যবস্থা করেছে। যারা এখনো বিদ্যালয়ে যাচ্ছে না তাদের কাছে বা তাদের পরিবারের কাছে এই তথ্যগুলো পৌঁছাতে হবে।
ময়মনসিংহ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজনীন সুলতানার সভাপতিত্বে এ অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে সচিব মোঃ আরিফুর রহমান, প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা মোঃ বুলবুল আহমেদ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব সহ সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা কর্মচারিবৃন্দ, এক্সিলারেটিং প্রটেকশন ফর চিলড্রেন প্রকল্পের কর্মকর্তাবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।