কিশোরগঞ্জের ছয়টি আসনের চারটিতে আওয়ামীলীগ, ১টিতে জাতীয় পার্টি ও ১টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়
আমিনুল হক সাদী, কিশোরগঞ্জ প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জের ছয়টি আসনের চারটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, ১টিতে জাতীয় পার্টি ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী জয় লাভ করেছে।
কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সৈয়দা জাকিয়া নূর লিপি ‘নৌকা’ প্রতীকে ৭৬ হাজার ৭৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটকম প্রতিদ্বন্দ্বী তারই আপন বড় ভাই স্বতন্ত্র প্রার্থী সৈয়দ সাফায়েতুল ইসলাম ‘ঈগল’ প্রতীকে পেয়েছেন ৭৩ হাজার ৯৯৮ ভোট। এ আসনটিতে ১৭৪টি ভোট কেন্দ্রে মোট ভোটার ছিলেন ৫ লাখ ১৩ হাজার ৯৭৮ জন।
কিশোরগঞ্জ-২ (কটিয়াদি-পাকুন্দিয়া) আসনটিতে স্বতন্ত্র প্রার্থী মো. সোহরাব উদ্দিন ‘ঈগল’ প্রতীকে ৮৯ হাজার ৫৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত ‘নৌকা’ প্রার্থী আব্দুল কাহার আকন্দ ৬৮ হাজার ৯৩২ ভোট এবং মেজর (অব) আখতারুজ্জামান রঞ্জন ট্রাক প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ১৯৯ ভোট। এ আসনটিতে ১৭০টি ভোট কেন্দ্রে মোট ভোটার ছিলেন ৪ লাখ ৯৩ হাজার ৮০৪ জন।
কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনটিতে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মুজিবুল হক চুন্নু ‘লাঙ্গল’ প্রতীকে ৫৭ হাজার ৫৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মেজর (অব) মো. নাসিমুল হক ‘কাঁচি’ প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ২৩৫ ভোট। এ আসনটিতে ১৪৯টি ভোট কেন্দ্রে মোট ভোটার ছিলেন ৪ লাখ ১৩ হাজার ৬৪৬ জন।
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রেজওয়ান আহমেদ তৌফিক ‘নৌকা’ প্রতীকে ২ লাখ ৮ হাজার ৭৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মোহাম্মদ আবু ওয়াহাব পেয়েছেন ২ হাজার ৭৩৫ ভোট। এ আসনটিতে ১৪৭টি ভোট কেন্দ্রে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৮২ হাজার ২৫১ জন।
কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আফজাল হোসেন ‘নৌকা’ প্রতীকে ৮৪ হাজার ৭৯৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সুব্রত পাল ‘ঈগল’ প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ৯০১ ভোট।এ আসনটিতে ১১৫টি ভোট কেন্দ্রে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৩০ হাজার ৭৬৪ জন।
কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাজমুল হাসান পাপন ‘নৌকা’ প্রতীকে ১ লাখ ৯৮ হাজার ১৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের হাজি রুবেল ৩ হাজার ২০৬ ভোট পেয়েছেন। জাতীয় পার্টির নুরুল কাদের সোহেল ‘লাঙ্গল’ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৫৬ ও স্বতন্ত্র আব্দুস সাত্তার ‘ঈগল’ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৪৬৯ ভোট। এ আসনটিতে ১৪২টি ভোট কেন্দ্রে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৯৯ হাজার ২৪২ জন।