অন্যান্য

হালুয়াঘাটে যানজট নিরসনে মতবিনিময় সভা

মোঃ বাবুল হোসেন: ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় গত ৩১ মার্চ উপজেলা কনফারেন্স রুমে হালুয়াঘাট বাজার, ধারা বাজার, ও নাগলা বাজার যানজট মুক্ত রাখার জন্য এক মত বিনিময় সভা আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবিদুর রহমান ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য মাহমুদুল হক সায়েম। এছাড়াও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ঝর্ণা ঘোষ, সহকারী কমিশনার ভূমি জিনিয়া জামান, পৌর মেয়র খাইরুল আলম ভূঞা,বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ, নাদিম আহমদ, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. কামরুল হাসানসহ আরও অনেকে।

সভায় আসন্ন ঈদকে সামনে রেখে সাধারণ জনগণের নির্বিঘ্নে চলাচলের জন্য বিশেষ করে হালুয়াঘাট বাজার, ধারা ও নাগলা বাজারে যানজট মুক্ত রাখার বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়।

মতবিনিময় সভায় উপজেলার বিভাগীয় কর্মকর্তাগণ,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ,বাস মালিক সমিতি,সিএনজি, মাহেন্দ্র অটোরিকশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন । সভা শেষে জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তাসহ নেতৃবৃন্দ ধারা ও নাগলা বাজার পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *