নতুন স্বাধীনতার নায়ক-নায়িকা আমাদের ছাত্র-ছাত্রী, তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষ-বদিউল
অনলাইন ডেক্স : এটা আমাদের নতুন স্বাধীনতা। এই স্বাধীনতার নায়ক-নায়িকা আমাদের ছাত্র-ছাত্রী, তরুণ প্রজন ও সাধারণ মানুষ। তারা বুকের রক্ত ও শরীরের ঘাম দিয়ে এই বিজয় এনেছে। যারা এখন রাষ্ট্র পরিচালনায় আসবেন তাদের অবশ্যই রক্ত ও ঘাম যারা দিয়েছে তাদের মূল্যায়ন করতে হবে। যে উদ্দেশ্য ও চিন্তা নিয়ে সাধারণ জনতা এই তীব্র আন্দোলন করেছে তা বাস্তবায়ন করতে হবে।
অন্তর্বর্তীকালীন সরকারে জায়গা পেতে যাচ্ছেন বদিউল আলম মজুমদার এমন একটি প্রচারণা বিভিন্ন মাধ্যমে আলোচনা চলছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ রকম কোনো প্রস্তাব আমাকে দেওয়া হয়নি। বিষয়টি আমার জানা নেই।
তিনি বলেন, জনতার আন্দোলন থেকে যে অভ্যুত্থান ঘটে তা কখনো ঠেকানো যায়নি, অতীত ইতিহাস কিন্তু সেই সাক্ষ্যই দেয়। কোটা সংস্কারের মতো একটা ন্যায্য দাবি থেকে যে আন্দোলন শুরু হয়েছিল তার চূড়ান্ত পরিণতি গণ বিস্ফোরণ। মানুষের সঙ্গে গত ১৫ বছর ধরে যে অন্যায় অত্যাচার নির্যাতন ঘটেছে মানুষ তার চূড়ান্ত জবাব দিয়েছে।
বদিউল আলম মজুমদার
সম্পাদক, সুশাসনের জন্য নাগরিক (সুজন)।