ফুলপুরে শিক্ষকের বিচারের দাবিতে সড়ক অবরোধ
ফুলপুর প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুর উপজেলার রূপসী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মানিক চন্দ্র দাসের অপকর্মের বিচারের দাবিতে রোববার শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন। শিক্ষক মানিক চন্দ্র দাসের বিচারের দাবিতে রূপসী উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ফুলপুর বাসস্ট্যান্ড এসে সড়ক অবরোধ করে।
এতে বেলা ৩টা থেকে প্রায় এক ঘন্টা শেরপুর- ময়মনসিংহ মহাসড়কের যানচলাচল বন্ধ থাকে। পরে শিক্ষার্থীরা বিচারের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেছেন। শিক্ষার্থীদের অভিযোগ শিক্ষক মানিক চন্দ্র দাস পাঁচ দিন আগে দশম শ্রেণির এক শিক্ষার্থীর শ্লীলতাহানী ঘটিয়েছে। এ ঘটনায় তার কঠোর বিচার চাইছেন।
এ ব্যাপারে শিক্ষক মানিক চন্দ্র দাস জানান, একটি চাঁদাবাজ চক্র অবৈধ সুবিধা নিতে তার বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে। না পেয়ে ভুল বুঝিয়ে শিক্ষার্থীদের ব্যবহার করেছে।