অন্যান্যজাতীয়রাজনীতিশিক্ষা ও সংস্কৃতি

শিক্ষা কমিশন বাতিলের দাবি জানালেন মামুনুল হক

শেরপুর জেলা প্রতিনিধি :বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব, মাও: মামুনুল হক বলেছেন, সমকামীদের নিয়ে শিক্ষা কমিশন গঠন করা হয়েছে, ওই শিক্ষা কমিশনকে বাতিল করতে হবে। তানা হলে ওই শিক্ষা কমিশনের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলা হবে। আহলে হাদিসের প্রতিনিধি শিক্ষা কমিশনে রাখতে হবে। সর্বজনগৃহীত শিক্ষা কমিশন গঠন করতে হবে। বাংলাদেশের কোন আইনেই ইসলাম বিরোধী কোন ধারা মেনে নেয়া হবে না। আমরা ইসলাম বিরোধী সকল কার্যক্রমের মোকাবিলা করতেছি। তিনি ইসলাম রক্ষায় ওয়ার্ড থেকে শুরু করে সর্বস্তরে খেলাফতের সাথে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি আজ দুপুরে শেরপুর দারোগ আলী পৌরপার্ক মাঠে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শেরপুর জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দীন আহমেদ ও মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত, সহ বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, শেরপুর জেলার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাকসহ আরো অনেকে।

বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে শতশত নেতাকর্মী সমাবেশে যোগ দেন।