জাতীয়

আশুলিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে গার্মেন্টস শ্রমিক হত্যা ওএসকে ফেডারেশনের তীব্র ক্ষোভ প্রকাশ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

সাভারের আশুলিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে কাউসার হোসেন খান (২৭) নামে এক শ্রমিক নিহত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ওএসকে গার্মেন্টস এন্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশন। ফেডারেশনের সভাপতি মোহাম্মদ ইয়াসিন এবং সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন এক যুক্ত বিবৃতিতে শ্রমিক হত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

বিবৃতিতে বলা হয়, নিহত কাউসার হোসেন খান আশুলিয়ার ম্যাংগো টেক্স লিমিটেড পোশাক কারখানার শ্রমিক। আওয়ামী স্বৈরাচারী সরকারের পতনের পর থেকে আশুলিয়া অঞ্চলে শ্রমিকরা বিক্ষোভ করে আসছে। শ্রমিকদের এ বিক্ষোভকে সরকার ও মালিক পক্ষ ষড়যন্ত্র হিসেবে প্রচার করে শ্রমিকদের মৌলিক সমস্যার প্রেক্ষিতে উদাসীন থেকেছে। সর্বশেষ মালিক শ্রেণী ও পশ্চিমা একচেটিয়া লগ্নিপুঁজির দালাল কিছু নামধারী শ্রমিকনেতাকে দিয়ে ১৮ দফা সামনে এনে শ্রমিকদের মূল সমস্যাকে আড়াল করা হয়েছে। কারখানায় শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার নেই, শিল্পাঞ্চলে শ্রমিকদের সভা-সমাবেশ করার অধিকার নেই। এ বিষয়ে মালিক শ্রেণী শ্রমিকদের ট্রেড ইউনিয়নের অধিকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্থানীয় ভাড়াটে সন্ত্রাস-মস্তান দিয়ে শিল্প পরিবেশ নিয়ন্ত্রণ করার কারণে শ্রমিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয় বলে নেতৃদ্বয় বিবৃতিতে উল্লেখ করেন। নেতৃদ্বয় বলেন, কারখানায় সুষ্টু ট্রেড ইউনিয়ন করার পরিবেশ সৃষ্টি করা হলে শ্রমিকরা রাস্তায় না এসে কারখানার ভিতরেই তাদের দাবি ও অধিকার জানাতে পারতো। ফলে কারখানা ও শিল্পাঞ্চলে সুষ্ট গণতান্ত্রিক শিল্প পরিবেশ সৃষ্টি না করে শ্রমিক হত্যার মত ঘটনা সংঘটিত করায় সরকার ও মালিক-উভয়কেই এই হত্যার দায় নিতে হবে। প্রেস বিজ্ঞপ্তি