জাতীয়রাজনীতি

ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহবায়ক অনি র‌্যাবের হাতে গ্রেফতার

শহর প্রতিনিধি: ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি বর্ষণের ঘটনায় ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহবায়ক নওশেল আহমেদ অনি (৩১)কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, ময়মনসিংহ। গত ২৯ সেপ্টেম্বর ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব সূত্র জানায়, গত ০৪ আগস্ট সারাদেশে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্বতা পোষণ করে সাধারন শিক্ষার্থীদের সাথে ময়মনসিংহ জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ আন্দোলনে অংশগ্রহণ করে।

উক্ত ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার উপর অতর্কিত গুলি বর্ষণ করেন ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহবায়ক নওশেল আহমেদ অনি।গুলি বর্ষণের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাপ্ত ভিডিওচিত্র থেকে শনাক্তকৃত অনি’কে আইনের আওতায় নিয়ে আসতে র‌্যাব-১৪, সিপিএসসি ময়মনসিংহ গোয়েন্দা নজরদারি শুরু করে এবং অবশেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। উল্লেখ্য ময়মনসিংহ কোতোয়ালী থানার মামলা নং ৪০, তাং-২৪/০৭/২০১৫খ্রি., ধারা -৩০২/১০৯/৩৪ দঃ বিঃ মামলার পলাতক আসামি। উক্ত হত্যার ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাবের অভিযান অব্যাহত আছে।

সংবাদ লেখা পর্যন্ত গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করার নিমিত্তে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।