জাতীয়

বীর ঈশা খাঁর জীবনী পাঠ্য বইয়ে অন্তর্ভূক্তির দাবীতে জঙ্গলবাড়িতে মানববন্ধন

কিশোরগঞ্জ প্রতিনিধি: বীর ঈশা খাঁর জীবনী পাঠ্য বইয়ে অন্তভূক্তির দাবীতে ঈশা খাঁর স্মৃতি বিজড়িত জঙ্গলবাড়ি হাবেলীর সামনে শুক্রবার মানববন্ধন করা হয়েছে। সৎ সংগ্রামী ভোটার পার্টির আয়োজনে ও বীর ঈশা খাঁ স্মৃতি পাঠাগারের সহযোগিতায় এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

মানববন্ধন চলাকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্টির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোবারক হোসেন বিজ্ঞানী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর ঈশা খাঁর পনেরতম পুরুষ দেওয়ান জালাল দাদ খান মামুন,বীর ঈশা খাঁ স্মৃতি পাঠাগারের সভাপতি আমিনুল হক সাদী,দেয়ওয়ান জামাল দাদ খান, সৎ সংগ্রামী ভোটার পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক মো: আকবর আলী ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মো: সামছুল ইসলাম রিপন, শামীম, রবিন প্রমুখ। পরে বীর ঈশা খাঁর জীবনের নানা দিক নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, জঙ্গলবাড়ী উচ্চ বিদ্যালয় ও সরকারী প্রাথমিক বিদ্যালয় দুটো বীর ঈশা খার নামে নাম করণ ও করিমগঞ্জ চামটা সড়ককে ঈশা খাঁ সড়ক নাম করণের জন্য প্রস্তাবণা দেন। এ সময় বীর ঈশা খার ভক্তগণ ছাড়াও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।