জাতীয়

কিশোরগঞ্জে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং করছে বিশেষ টাস্কফোর্স কমিটি

কিশোরগঞ্জ প্রতিনিধি :কিশোরগঞ্জে পরিবর্তিত পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং করছে বিশেষ টাস্কফোর্স কমিটি। এছাড়াও বাজার নিয়ন্ত্রণে কাজ করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (১২ অক্টোবর) সকালে বড়বাজারে বিভিন্ন কসমেটিকের দোকানে অভিযানের সময় ১৩ হাজার টাকা অর্থ দন্ড আরোপ ও আদায় করা হয় । এরমধ্যে ভোক্তা অধিদপ্তরের থেকে তিন হাজার টাকা,মোবাইল কোর্ট ১০ হাজার টাকাসহ সর্বমোট ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ। সহযোগীতায় ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।