জাতীয়রাজনীতি

হালুয়াঘাটে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন ও ঔষধ বিতরণ করেন প্রিন্স

মোঃ বাবুল হোসেন: হালুয়াঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় দুস্থ নারী ও শিশু রোগীদের মাঝে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ঔষধ বিতরণ করেন নিরাপদ ডিজিটাল ডায়াগনোষ্টিক সেন্টার। ২২ অক্টোবর সকালে আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন ও ঔষধ বিতরণ করেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান ছালেহ প্রিন্স।

উপস্থিত ছিলেন নিরাপদ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর শেয়ারহোল্ডার ও ডাক্তারগণসহ বিএনপির কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দ । এবারের ক্যাম্পে সাধারণ রোগ,চক্ষু রোগ,নাক কান গলা রোগ,ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, গর্ভবতী মহিলা ও শিশু সহ প্রায় ৬০০ রুগীর বিনামূল্যে ব্যবস্থাপত্র করে ঔষধ বিতরণ করা হয়।

এ সময় সৈয়দ এমরান ছালেহ প্রিন্স বলেন, নিরাপদ ডিজিটাল ডায়াগনোস্টিক সেন্টার আজকের আয়োজন প্রশংসার দাবিদার। আমি আয়োজকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এদের পাশাপাশি অন্যান্য ডায়াগনোস্টিক সেন্টার ও বিত্তবানরা এ জাতীয় উদ্যোগ গ্রহণ করলে বানভাসি মানুষের দুঃখ কষ্ট অনেকটা লাঘব হত।