জাতীয়

সমাজসেবা অফিসারদের সেবার মানসিকতা সৃষ্টি করতে হবে: নেপ এর মহাপরিচালক

বাবলী আকন্দ: সমাজসেবা অফিসারদের সেবার মানসিকতা সৃষ্টি করতে হবে। সেবার মন থাকলে বিধিমালা,আইনের তেমন প্রয়োজন হয় না। আপনারা মানুষকে সেবা দিয়ে যান ,মানুষের ভালোবাসা পাবেন। মানুষকে ভালোবাসার মতো মহত্তম আর কিছু নেই। সমাজকল্যাণ মন্ত্রনালয়ের প্রদত্ত সেবা বাস্তবায়নে সমস্যা নিরুপণ ও সমাধানে কর্মপরিকল্পনা প্রণয়ন শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ) এর মহাপরিচালক ফরিদ আহমদ।

৩ নভেম্বর ময়মনসিংহ বিভাগীয় সমাজসেবা কার্যালয় কর্তৃক আয়োজিত সেমিনারে ময়মনসিংহ বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা এঁর সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন, সমস্যাহীন কোন ডিপার্টমেন্ট নেই। সমাজসেবার কলেবর বেড়েছে, কাজ বেড়েছে কিন্তু জনবল বাড়ে নি। আপনারা যে কাজ করছেন তা মানুষকে জানান দিতে হবে। মানুষকে সেবাদানে আনন্দ পেলে তবেই চাকুরী ভালো লাগবে। সমস্যাহীন ডিপার্টমেন্ট নেই। তবে তা লিখিতভাবে উপস্থাপন করে তা ধারাবাহিকভাবে সমাধানে এগিয়ে যাবে। এ সময় স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক দেবাশিষ সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা সমাজসেবার উপপরিচালক রাজু আহমেদ, নেত্রকোনার জেলা সমাজসেবার উপপরিচালক মোঃ শাহআলম, জামালপুর জেলা সমাজসেবার উপপরিচালক মোঃ রুকুনুল ইসলাম ও শেরপুর জেলা সমাজসেবার উপপরিচালক এটিএম আমিনুল ইসলাম। এ সময় প্রজেক্টরের মাধ্যমে বিষয়ভিত্তিক উপস্থাপন তুলে ধরেন জামালপুরের শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার ফারুক মিয়া।

সেমিনার সঞ্চালনা করেন ময়মনসিংহ বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আলী হায়দার ভুঁইয়া। এ সময় এ দপ্তরের সামগ্রিক সমস্যা তুলে ধরে তা সমাধানে কর্মপরিকল্পনা প্রনয়ণ করা হয়।

উল্লেখ্য,সমাজের পিছিয়ে পড়া,অনগ্রসর,পশ্চাৎপদ ছিন্নমূল জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে সারাদেশে ১০৩৯ টি কার্যালয়ের মাধ্যমে মোট ৫৪টি কার্যক্রম/কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।