ময়মনসিংহে সাবেক ছাত্রদল নেতা জন আকন্দের জানাযায় মানুষের ঢল
স্টাফ রিপোর্টার:ময়মনসিংহে সাবেক ছাত্রদল নেতা জন আকন্দের জানাযায় হাজার হাজার মানুষের ঢল নেমেছে। এ সময় মরহুমের রূহের মাগফেরাত কামনায় কান্নায় ভেঙে পড়েন পরিবারের স্বজন সুহৃদরা।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ১০টায় ময়মনসিংহ মহাবিদ্যালয় মাঠে স্মরণকালের বৃহত্তর এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাযায় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, আলেম-উলামাসহ বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার মানুষ অংশগ্রহন করেন।
মরহুম জন আকন্দ নগরীর বাগানবাড়ী এলাকার বাসিন্দা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ও ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দের ভাতিজা এবং বিএনপি নেতা রতন আকন্দ ও দক্ষিণ জেলা কৃষকদলের আহবায়ক লিটন আকন্দের ছোট ভাই।
এর আগে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিউন)। দীর্ঘ সময় ধরে জন আকন্দ প্রবাস জীবন কাটিয়েছেন।