বোরো মৌসুমে কৃষক সমস্যায় কৃষকদের আন্দোলন গড়ে তোলার আহবান
বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির ময়মনসিংহ জেলা কমিটির বর্ধিত সভা অদ্য (২৩ নভেম্বর) সকাল ১১টায় জেলার শম্ভুগঞ্জে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি শাহজাহান মিয়া এবং সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহবুব রব্বানী। সভায় অতিথি হিসেবে উপস্থিত থাকেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন এবং জেলা কমিটির সভাপতি এডভোকেট হারুন-অর-রশিদ ও সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন। এছাড়াও সভায় কৃষক সংগ্রাম সমিতির জেলা সহ-সভাপতি মনিরুজ্জামান মনিরসহ বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় নেতৃবৃন্দ বলেন, বিগত স্বৈরাচারি আওয়ামীলীগ সরকারের বিভিন্ন নিপীড়ন নির্যাতনের কারণে ছাত্র কৃষক শ্রমিকসহ সর্বস্তরের জনগণ বিক্ষুব্ধ ছিল। ৫ আগস্ট ছাত্র-মধ্যবিত্ত জনতার আন্দোলনের মধ্য দিয়ে হাসিনা সরকারের পতন ঘটলেও ক্ষমতাসীন অন্তর্বর্তীকালীন সরকার মার্কিন সাম্রাজ্যবাদের নেতৃত্বে পশ্চিমা সাম্রাজ্যবাদের স্বার্থরক্ষায় ব্যস্ত। সাম্রাজ্যবাদের পরিকল্পনায় সংস্কার কর্মসূচি গ্রহণ করলেও সরকার কৃষি ও কৃষক সমস্যার প্রেক্ষিতে কোন উদ্যোগ নেয় নি। বরং অতীতের স্বৈরাচারী সরকারগুলির মতই সাম্রাজ্যাবাদী পরিকল্পনায় কৃষি ধ্বংসের তৎপরতা অব্যাহত রেখেছে। কৃষকের ভূমি সমস্যা ও কৃষি জমি দিন দিন কমে যাওয়ার প্রেক্ষিতে সরকার কোন উদ্যোগে গ্রহণ করছে না। একই সাথে কৃষি উপকরণের দাম বাড়তির কারণে কৃষি অলাভজনক হওয়ায় এবং প্রকৃত কৃষকের হাতে জমি না থেকে অকৃষক ধনীদের কাছে কৃষি জমি কুক্ষিগত হয়ে যাচ্ছে। ফলে দিন দিন একদিকে যেমন কৃষি জমি কমছে, একই সাথে জমি হারিয়ে কৃষকরা ভূমিহীনে পরিণত হচ্ছে।
বক্তরা বলেন, বোরো মৌসুমে বিনামূল্যে সেচ ব্যবস্থা ও সার-বীজ-কীটনাশকসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ কৃষকদের প্রদান করতে হবে। এ অবস্থায় বোরো মৌসুমে কৃষকদের দাবি-দাওয়ার প্রেক্ষিতে কৃষক আন্দোলন গড়ে তোলার আহবান জানান।