ময়মনসিংহে কনসালটিং মিটিং উইথ হিজড়া গুরু শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাবলী আকন্দ: শরীরবৃত্তিয় পার্থক্য ছাড়া হিজড়া জনগোষ্ঠীর সাথে অন্যান্য মানুষের আর কোন পার্থক্য নেই। সকলেই মানুষ। সকলের যেমন সম্মান মর্যাদা আছে হিজড়াদেরও তেমনই আত্মমর্যাদা আছে,সুযোগ সুবিধা ভোগ করার অধিকার আছে। পরিবর্তন হচ্ছে,আরো হবে। তবে এক্ষেত্রে হিজড়া জনগোষ্ঠীরও প্রশাসনকে সহযোগিতা করতে হবে। তাদের দেখে মানুষজন যেন আতঙ্কিত না হন। মানুষকে হয়রানি করা থেকে বিরত থাকতে হবে। গতকাল এসসিজি প্রজেক্টের আওতায় সিড়ি সমাজকল্যাণ সংস্থার আয়োজনে কনসালটিং মিটিং উইথ হিজড়া গুরু শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপপরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লুৎফুন নাহার,সিভিল সার্জন মো: নজরুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজনীন সুলতানা, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আসাদুজ্জামান,ময়মনসিংহ কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম খান,আসমানী হিজড়া ও মমতা হিজড়া। সিড়ি সমাজকল্যাণ সংস্থার প্রধান আরিফা ইয়াসমিন ময়ুরী এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ব্লাষ্টের প্রতিনিধি মাহবুবা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্লাষ্টের আইনজীবী এড আবুল কাশেম মুসা,সাংবাদিক কণিক মাহমুদ,সুস্থ জীবন সংগঠনের প্রধান পপি হিজড়া,আলোর পথে হিজড়া সংগঠনের সদস্য সন্ধ্যা হিজড়া,শেরপুর জেলা হিজড়া সংগঠনের নিশি সরকার প্রমুখ। মতবিনিময় শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
৫ আগষ্টের পর সরকারের দেয়া বিভিন্ন জায়গায় হিজড়াদের বাড়িঘরে হামলা করা হয়, তাদের বের করে দেয়া হয় এতে হিজড়াদের প্রধানগণ তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, সিড়ি সমাজকল্যাণ সংস্থা ২০১৩ সাল থেকে হিজড়াদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে।