জাতীয়

ময়মনসিংহে ক্যাবের মানব বন্ধন ও স্মারকলিপি পেশ

শহর প্রতিনিধি: দূর্নীতিবাজ ব্যবসায়ীদের কারসাজি ও অতিরিক্ত মুনাফা লাভের কারণে আলু ও পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে ভোক্তাদের ক্রয় ক্ষমতার বাহিরে এবং আইনে নিষিদ্ধ খোলা বাজারে ভোজ্য তেল বিক্রির প্রতিবাদে কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ময়মনসিংহ জেলা কমিটির আয়োজনে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মানব বন্ধন শেষে ৫ ডিসেম্বর ময়মনসিংহ জেলা প্রশাসকের মাধ্যমে জাতীয় ভোক্তা অধিকার বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি এড আবুল কাশেম এর সভাপতিত্বে ও জি এম রহমান ফিলিপ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ময়মনসিংহ জেলা কমিটির সহ সভাপতি এড আব্দুল মোতালেব লাল,এ্যাড মোখলেছুর রহমান কেনান,কসমেটিকস দোকান মালিক সমিতির সভাপতি মোঃ নজরুল ইসলাম, ক্যাব এর কার্যকরী সদস্য সাংবাদিক এস এম বিনয় প্রমুখ।

বক্তারা বলেন,সকলেই ভোক্তা। একজন ক্রয় করছে আরেকজন বিক্রি করছে। আবার যে বিক্রি করছে সে নিজেও ক্রয় করছে । সকলে এক অপরের উপর নির্ভরশীল। তাই দ্রব্যমূল্যের উর্দ্ধগতি কিভাবে রোধ করা যায় এ বিষয়ে সকলকেই সোচ্চার হতে হবে। এ সময় তাঁরা ব্যবসায়ীদের সচেতন হওয়ার আহবান জানান।