জাতীয়শিক্ষা ও সংস্কৃতি

সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের উদ্যোগে ময়মনসিংহে বাউল গানের আসর অনুষ্ঠিত

গণসাংস্কৃতিক সংগঠন সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের উদ্যোগে মযমনসিংহ শহরের জয়নুল আবেদীন পার্ক ব্যাটবল চত্বর সংলগ্ন বধ্যভূমি প্রাঙ্গনে ০৭ ডিসেম্বর ২০২৪ তারিখ বাউল গানের আসর অনুষ্ঠিত হয়। বেলা ০২ টা শুরু হয়ে বিকাল ০৫ টা পর্যন্ত বাউল গানের আসরটি চলমান থাকে। উক্ত আসরে গান পরিবেশন করেন বাউল মো: আব্দুল জব্বার, বাউল জয়নাল আবেদীন ও বাউল মো: কবির হোসেন। বাউল গানের আসর আয়োজন সম্পর্কে সংগঠনের সভাপতি ইমতিয়াজ আহমেদ বলেন, বাংলার বাউল গান বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। এ স্বীকৃতি দিয়েছে ইউনেসকো।

বিশ্বের ৪৩টি বাক ও বিমূর্ত ঐতিহ্যের মধ্যে ইউনেসকো বাংলাদেশের বাউল গানকে অসাধারণ সৃষ্টি বলে আখ্যা দিয়েছে। বাউল গানকে বিশ্ব সভ্যতার সম্পদ বলে ঘোষণা দিয়েছে। বাউল গানকে ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ’-এর তালিকাভুক্ত করে ইউনেসকো সদর দপ্তর থেকে ২০০৫ সালের ২৭ নভেম্বর এ ঘোষণা দেওয়া হয়েছে। বাউল গানকে নিয়ে আমরা গর্বিত। এছাড়া ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস। ১৯৭১ সনের এমাসেই বাঙালী রক্তস্নাত মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছিল। বিশ্বের মানচিত্রে উড়িয়েছিল লালসবুজের পতাকা।

বাঙালী সংস্কৃতির শেকড় গর্বের ধন বাউল গানকে সমুন্নত রাখতে এবং বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বিজয়কে স্মরণ করতে আমরা বাউল গানের আয়োজন করেছি। ভবিষ্যতে এ ধরণের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখা হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি