ইটনা আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উদযাপন
ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: দূর্নীতির বিরোদ্ধে তারুন্যোর একতা গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জ জেলা ইটনা উপজেলায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয়। ৯ই ডিসেম্বর সোমবার সকাল সাড়ে দশটায় ইটনা উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা ও দূর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। পরে ইটনা উপজেলা পরিষদের গেইটে এক মানববন্ধন শেষে ইটনা উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
ইটনা উপজেলা নির্বাহী অফিসার আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে ইটনা উপজেলার বিভিন্ন কর্মকর্তা, এলাকার গন্যমান্য ব্যক্তি, মুক্তিযোদ্ধাগণ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের নেত্রীবৃন্দ ইটনা উপজেলার দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যগণ অংশ গ্রহণ করেন। বক্তব্য রাখেন, ইটনা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট লেখক ও গবেষক রওশন আলী রশো, ইটনা উপজেলা দূর্নীত প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী মো: ফজলুর রহমান মাস্টার, ইটনা উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ঠাকুর, ইটনা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, ইটনা উপজেলা ব্রাক ম্যানেজার শফিকুল ইসলাম এবং ইটনা উপজেলা পরিষদ বিদ্যাপিঠের সহকারী শিক্ষক পরশ আহমেদ প্রমূখ। বক্তাগণ আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবসের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। তখন উপস্থিত ছিলেন ইটনা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি সহ সভাপতি সাধনা নাথ, সুধাংশ চন্দ্র বর্মন, দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মাওলানা সিরাজুল ইসলাম আতশি, সদস্য পারভীন আক্তার।
পরে নারী কন্যার সুরক্ষা করি সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ জয়ীতা সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন জয়ীতাকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন, ইটনা উপজেলা দূর্নীতি কমিটির সদস্য মাওলানা তাজুল ইসলাম।