বিশ্ব মানবাধিকার দিবসে নান্দাইলে ছাত্রদলের মানববন্ধন
নান্দাইল প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে গুমের শিকার সকল বিএনপি নেতাকর্মী ও নাগরিকদের মুক্তির দাবীতে মানববন্ধন করেছে নান্দাইল উপজেলা ছাত্র দল, পৌর ছাত্র দল ও কলেজ শাখা ছাত্র দলের নেতাকর্মীরা। পাশাপাশি আওয়ামীলীগ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকান্ড ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবী করেন।
মঙ্গলবার সকাল ১১টায় নান্দাইল উপজেলা সদর সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রী কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক, ফাহাদ আহমেদ, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক হিরা মিয়া, মুমিন মিয়া, ইফাত আহমেদ, পৌর ছাত্রদল নেতা, সোহরাব হেসেন দূর্জয়, অপি আহমেদ, পারভেজ মোশাররফ প্রমূখ।