জাতীয়শিক্ষা ও সংস্কৃতি

গফরগাঁও সরকারি কলেজে বিজয় দিবস পালিত

গফরগাঁও প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস পালিত হয়েছে। গত ১৬ ডিসেম্বর, সোমবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে কলেজের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

এরপর গফরগাঁও মিনি ষ্টেডিয়ামে বিজয় দিবস প্যারেডে অংশগ্রহণ করেন কলেজের বিএনসিসি, রোভার স্কাউটের চৌকস সদস্যরা। অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা। সকাল ১১টায় কলেজ হলরুমে বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী ফারুক আহাম্মদ।

কলেজের সহযোগী অধ্যাপক মোঃ জাহাঙ্গীরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দিন মিঞা, সহযোগী অধ্যাপক মোঃ কামাল উদ্দিন, সহযোগী অধ্যাপক আকতার হোসেন ও কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ আক্তারুজ্জামান প্রমূখ।

কলেজের সকল কর্মসূচিতে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ, অন্যান্য শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।