নান্দাইলের ইউএনও অরুন কৃষ্ণ পাল’কে বদলী করায় আনন্দ মিছিল;মিষ্টি বিতরণ
নান্দাইল প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পালকে অন্যত্র বদলী করায় উপজেলা সদরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কে এ আনন্দ মিছিলের আয়োজন করে নান্দাইলের সর্বস্তরের পেশাজীবি ও ভোক্তভোগী জনগণ।
জানা গেছে, ইউএনও অরুণ কৃষ্ণ পাল ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের আমলে ০২/০৫/২০১৭ সালে চাকুরিতে যোগদান করেন (আইডি নং ১৭৯৬৪) এবং আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসিম কুমার অখিল তাঁর মামা পরিচয়ে দাপটের সহিত স্বেচ্ছাচারিতা করেন। নান্দাইল উপজেলা থেকে তাঁর অন্যত্র বদলীয় হওয়ায় ভোক্তভোগী সহ সাধারন জনগণ জনপ্রশাসন সচিব ও জেলা প্রশাসককের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আনন্দ মিছিলে অংগ্রহনকারীরা বলেন, ঘুষখোর, চাঁদাবাজ, দূর্নীতিবাজ, স্বেচ্ছাচারি ও বৈষম্যকারী আওয়ামীলীগের দালাল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের হাত থেকে মুক্তিপেলো নান্দাইল উপজেলা ও নান্দাইলবাসী। এজন্য তাঁরা অত্যন্ত খুশি।
এ বিষয়ে তাঁরা আরও বলেন, ইউএনও অরুণ কৃষ্ণ পালের বিরুদ্ধে আশ্রয়ণ প্রকল্পের দূর্নীতি, নামে-বেনামে বিভিন্ন নিয়োগবাণিজ্য, টিআর-কাবিটা’র হরিলুট, হাটবাজার ইজারা সহ বিভিন্ন প্রকল্পের কাগজে-কলমে স্বাক্ষর করে সরকারি অর্থ আত্মসাত, ঘুষ বাণিজ্য, ইটভাটা ওকরাতকল থেকে চাঁদাবাজি এবং সেবা নিতে আসা সাধারণ মানুষ ইউএনও’র দরজায় হয়রানি শিকারের ব্যাপক অভিযোগ রয়েছে। ওই ইউএনও’র বিরুদ্ধে জনপ্রশাসন মন্ত্রণালয় ও দুদকে একাধিক দূর্নীতির অভিযোগ রয়েছে।
এ বিষয়ে মুক্তিযোদ্ধার সন্তান আহসান কাদের মাহমুদ বলেন, এরকম দূর্নীতিবাজ ইউএনও নান্দাইলে আর আসেনি। তাঁর বদলীতে নান্দাইলবাসী স্বৈরাচার ও দালালমুক্ত হলো। তাঁর বিরুদ্ধে অভিযোগগুলোর তদন্তপূর্বক দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানাই।