ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতা কার্যক্রম
আল এমরান,ফুলবাড়ীয়া প্রতিনিধি:পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে ফুলবাড়ীয়া এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর আয়োজনে বুধবার (১৮ ডিসেম্বর) কেশরগঞ্জ বাজারের প্রধান সড়ক গুলোতে রাস্তা পরিষ্কার করা হয় ও জনগনকে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতা বৃদ্ধি করা হয়। কেশরগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটি, সিবিও, ভিডিসি/ইউএনডিসি, শিশু ফোরাম, ইউথ ফোরাম, শিশু কল্যাণ সোসাইটি, গ্রীণ ভিশন, শাপলা বালিকা স্কুল ও কলেজ, পলাশীহাটা বহুমুখী স্কুল এন্ড কলেজ কে এন বি এস স্পোর্টিং ক্লাব কমিউনিটি ফ্যাসিলিটেটরস, ইউনিয়ন পরিষদ ও এপি স্টাফরা অংশগ্রহণ করেন।
উক্ত অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ,মোহাম্মদ রুকনুজ্জামান,পলাশিহাটা বহুমুখী স্কুল ও কলেজের প্রিন্সিপাল মো. সামছুল হক, কেশরগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ আব্দুল খালেক, কেশরগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক এবি সিদ্দিক, নাওগাঁ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. মঞ্জুরুল হক । এছাড়াও অভিযানে এলাকার বিভিন্ন শ্রেণির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত অভিযানের প্রতিপাদ্য ছিল-“নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলুন, দুশ্চিন্তা মুক্ত থাকুন” পরিষ্কার পরিচ্ছন্নতা প্রচারাভিযান ২০২৪”। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর প্রতিনিধির এপি ম্যানেজার নম্রতা হাউই ও সিনিয়র প্রোগ্রাম অফিসার খোকন রিছিলের নেতৃত্বে কেশরগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক-এ রাস্তার উপর পরে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং রাস্তার পাশে সকল দোকানদার ও পথচারীদের পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে নিজের শহর নিজে পরিষ্কার রাখার জন্য উদ্বুদ্ধ করা হয়।
সবার সম্মিলিত প্রচেষ্টাই শহরকে পরিষ্কার রাখা যায়, সবার প্রতি এই আহ্বান রেখে খোকন রিছিল প্রোগ্রাম অফিসার -এর বক্তব্যের মধ্য দিয়ে সফলভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শেষ করা হয়।