জাতীয়রাজনীতি

হালুয়াঘাটে ফ্রি চক্ষু ক্যাম্প উদ্বোধন করেন গয়েশ্বর চন্দ্র রায়

মোঃ বাবুল হোসেন: প্রতি বছরের ন্যায় এবার মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পের উদ্বোধন করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায়। শনিবার সকালে হালুয়াঘাট ডিএস আলিম মাদ্রাসায় এই চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ওমর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক,ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব সালমান ওমর রুবেল।
বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ।

প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন,ছাত্র জনতার রক্তের বিনিময়ে নতুন করে দেশ স্বাধীন হয়েছে এ স্বাধীনতার স্বাদ সকলের ঘরেই পৌঁছাতে হবে দ্রুত সময়ের মধ্যেই। কিন্তু আমরা কি দেখছি অর্ন্তবর্তী সরকার সংস্কারের নামে সময় ক্ষেপন করছে। যা জনগণ সন্দেহের চোখে দেখছে। ছাত্র-জনতার আন্দোলন নস্যাৎ করার জন্য এখনো দেশি-বিদেশি চক্র সক্রিয় রয়েছে। তিনি ভারতের সমালোচনা করে বলেন, বিএনপি ভারতের সাথে বন্ধুসুলভ আচরণ চায়, কোন মাতববরি চায় না। বর্তমান প্রেক্ষাপটে ভারতের পররাষ্ট্রনীতির সমালোচনা করে বলেন, পররাষ্ট্রনীতি পরিবর্তন করার সময় এখন এসে গেছে।

আরেক বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, হালুয়াঘাট ধোবাউড়ায় দীর্ঘদিন যাবৎ সালমান ওমর রুবেলের বিভিন্ন সেবামুলক কাজের কথা শুনেছি কিন্তু আজ বাস্তবে দেখে গেলাম। তাহার এই সেবামূলক কাজের সফলতা কামনা করছি। উল্লেখ যে এ পর্যন্ত প্রায় ৫০ হাজার চক্ষু রোগীদের সানি অপারেশনসহ বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করেছেন ওমর ফাউন্ডেশন।