জাতীয়রাজনীতি

পূর্বের তুলনায় এবারের বড়দিন হবে নিরাপদ ও অনেক বেশি আনন্দময় – প্রিন্স

মোঃ বাবুল হোসেন: হালুয়াঘাটে খ্রিষ্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে বড়দিনের মত বিনিময় সভায় বিএনপি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, পূর্বের তুলনায় এবারের বড়দিন হবে নিরাপদ ও অনেক বেশি আনন্দময়। ২২ ডিসেম্বর সকালে হোটেল ইমেক্স ইন্টারন্যাশনালে ২৫শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে একথা বলেন।

তিনি আরো বলেন অতীতে বড়দিন উপলক্ষে হালুয়াঘাটের বিভিন্ন এলাকার গির্জায় আমি গিয়েছি খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে কথা বলেছি এবারও যাব ইনশাল্লাহ।

মতবিনিময় কালে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে খ্রিস্টান সম্প্রদায়ের উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জুনিয়র ফাদার কল্যাণ রেং চেং,জেমস জর্নেশ চিরান, ভদ্র ম্রং,ফ্রান্সিস পাথাং,তমাস মানকিন,অনুপ দ্রংসহ আরও অনেকে।