ময়মনসিংহ মহানগর জামায়াতের শীতবস্ত্র বিতরণ
শহর প্রতিনিধি:ময়মনসিংহ মহানগর সুতিয়াখালি থানা শাখা জামায়াতের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার ১০ জানুয়ারী দুপুরে নগরীর ২৩ নং ওয়ার্ড সুতিয়াখালিতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র শীতের কম্বল বিতরণ করেন মহানগর জামায়াতের সুতিয়াখালি থানা শাখা।
সুতিয়াখালি সাংগঠনিক থানা শাখার আমীর মাহবুব আকন্দের সভাপতিত্বে ও সেক্রেটারি আনিসুর রহমান রতনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহিদুল্লাহ কায়সার।
এসময় শহিদুল্লাহ কায়সার বলেন,জামায়াত মানুষের কল্যানে কাজ করে। সবার সুখ-দুঃখ ভাগাভাগি করে একটি মানবিক সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছে জামায়াত ইসলাম। তীব্র শীতে অসহায় শীতার্তদের কথা চিন্তা করে জামায়াতে ইসলাম দেশব্যাপী শীতবস্ত বিতরণ করে যাচ্ছে।
তিনি আরও বলেন,আমরা চাই সমাজের সবাই যেনো তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হয়। আমাদের প্রতিবেশিরা যেন শীতে কষ্ট না পায় সে বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি।
এসময় আরও উপস্থিত ছিলেন উক্ত থানা শাখার নেতাকর্মীবৃন্দ।