ভ্যাট-ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে ময়মনসিংহে এনডিএফ’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
ভ্যাট-ট্যাক্স বৃদ্ধিসহ জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ ময়মনসিংহ জেলা কমিটি। ১৬ জানুয়ারি সকাল ১১টায় ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মাহতাব হোসেন আরজু’র সভাপতিত্বে এবং গণতান্ত্রিক মহিলা সমিতির আহবায়ক বাবলী আকন্দ’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন এনডিএফ’র জেলা কমিটির সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সাম্রাজ্যবাদী একচেটিয়া লগ্নিপুঁজি ও দেশীয় দালাল পুঁজির নির্মম শোষণ ও লুটপাটের কারণে প্রতিনিয়িত জিনিসপত্রের মূল্য বৃদ্ধি পাচ্ছে। বিগত আওয়ামীলীগ স্বৈরাচারী সরকারের সময় জিনিসপত্রের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল। বর্তমানে অন্তর্বর্তী সরকারের সময়েও এই মূল্য বৃদ্ধির প্রক্রিয়া অব্যাহত রয়েছে। অনেক রক্তক্ষয়ের মধ্য দিয়ে বর্তমান সরকার ক্ষমতাসীন হলেও জনগণের স্বার্থ রক্ষায় এখনো কোন কার্যকর পদক্ষেপ সরকার গ্রহণ করে নাই। বরঞ্চ একের পর এক জাতীয় ও জনস্বার্থ বিরোধী পদক্ষেপ সরকার গ্রহণ করছে। নতুন করে ভ্যাট-ট্যাক্স বৃদ্ধি সরকারের জনস্বার্থ বিরোধী পদক্ষেপের অংশ। নেতৃবৃন্দ অবিলম্বে ভ্যাট-ট্যাক্স প্রত্যাহার করে জিনিসপত্রের মূল্য কমানোর দাবি জানান। সমাবেশে নেতৃবৃন্দ গতকাল ১৫ জানুয়ারি ভালুকায় পোশাক শ্রমিকদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
নেতৃবৃন্দ বাংলাদেশকে সাম্রাজ্যবাদের যুদ্ধক্ষেত্রে পরিণত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহবান জানান। ভারতের জনগণের সাথে এদেশের জনগণের কোন বিরোধ নেই। বরং শাসকগোষ্ঠীর মধ্যকার দ্বন্দ্বকে এবং আন্ত:সাম্রাজ্যবাদী দ্বন্দ্বকে জনগণের উপর চাপিয়ে দেয়ার তৎপরতা চলছে। এ প্রেক্ষিতে সকল সাম্রাজ্যবাদী তৎপরতার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান নেতৃবৃন্দ।