জাতীয়রাজনীতি

ষড়যন্ত্র প্রতিহত করার দাবিতে নৌযান শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সংগঠনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। বাংলাদেশ প্রতিষ্ঠার পর যতবার সরকার পরিবর্তন ঘটেছে
সবসময়ই আওয়ামীলীগ, বিএনপি, জামায়াতে ইসলাম ও জাতীয় পার্টি নৌযান শ্রমিকদের সংগঠন সংগ্রামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। ৫ আগস্টের সরকার পরিবর্তনের পরও নৌ সেক্টরে সংগঠন সংগ্রাম ধ্বংস করার লক্ষ্যে বিভিন্ন পক্ষ থেকে নৌশ্রমিকদের নিয়ে মায়া কান্না করছে। শ্রমিকদের মধ্যে নৌযান শ্রমিক ফেডারেশনের নেতৃত্বের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালিয়ে বিভিন্ন রুপের সংগঠন দাঁড় করানোর চেষ্ঠা করছে। তার অংশ হিসেবে নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলমের বিরুদ্ধে মিথ্যা বিভ্রান্তিকর উদ্দেশ্যমূলক ফরমায়েশী সংবাদ পরিবেশন করা হয়। এর মাধ্যমে সংগঠনকে শ্রমিক শ্রেণী তথা জনগণের সামনে বিতর্কিত করার প্রতিবাদে ও দেশ টিভি কর্তৃপক্ষকে ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা প্রার্থনা এবং প্রতিবেদক ফখরুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের উদ্যোগে এক প্রতিবাদ সভা গতকাল (১ ফেব্রুয়ারী) শনিবার বিকাল সাড়ে তিনটায় গুলিস্তান মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে নৌশ্রমিকদের বিশাল এক বিক্ষোভ মিছিল ঢাকা মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেসক্লাবের সামনে আবার প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনে সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আফসার হোসেন চৌধুরী। প্রতিবাদ সমাবেশ পরিচালনা করেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সহ-সভাপতি খলীলুর রহমান, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম, কোষাধ্যক্ষ এ. কে. এম. হাবিবুল্লাহ বাহার, বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মিজানুর রহমান, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি তালেমুল্লা ফকির, সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক মোঃ জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক আবু সাঈদ, যুগ্ম সম্পাদক সৈয়দ শাহাদাত হোসেন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি মোহাম্মদ আলী, নারায়ণগঞ্জ আঞ্চলিক শাখা সভাপতি মোঃ আজিজুল হক, বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক আনিসুর রহমান,বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন বাল্কহেড শাখার সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, উপদেষ্টা তাইজুল ইসলাম সেলিম, ঢাকা নদী বন্দর কমিটির সভাপতি মোঃ কামাল হোসেন, বাঘাবাড়ি শাখার সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আলম, খুলনা শাখা সভাপতি মোঃ হাসান মুন্সী, বাংলাদেশ জাহাজী শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম বাহার, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, বাংলাদেশ ওএসকে গার্মেন্ট এন্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ মাহাবুব আলম মানিক, বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন‌ হোসেন্দি শাখা সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হক মানিক প্রমুখ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সংগঠনের জন্মলগ্ন থেকে সরকার মালিক গোষ্ঠী ও তাদের দালালদের ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবেলা করে দাবী ও অধিকার আদায় করে চলেছে । সম্প্রতি দেশ টিভির উদ্দেশ্যমূলক বক্তব্য সভাপতিকে সামনে রেখে করলেও তাদের লক্ষ্য হচ্ছে সংগঠন ধ্বংস করা। সিরিয়ালের আন্দোলন যা বৃহৎ পুঁজির মালিকের স্বার্থের পরিপন্থী। এম. ভি. আল-বাখেরা জাহাজে ৭ খুনের ঘটনা প্রেক্ষিতে সংগঠনের কর্মবিরতির কর্মসূচি সর্বাত্মক পালন হওয়ায় সরকার ও মালিকদের একটি অংশ রাষ্ট্রের সহযোগিতায় নেতৃত্ব ও সংগঠন বিরোধী এই ভূমিকা নিয়ে অগ্রসর হচ্ছে।

নেতৃবৃন্দ আরো বলেন, তাদেরকে ভয় দেখিয়ে লাভ হবে না। আজ সমগ্র নৌ সেক্টরে যে অস্থিরতা উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে তার দায় সরকারকেই নিতে হবে। শ্রমিকদের শান্ত থেকে সংগ্রাম করে ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। অবিলম্বে ৭ দিনের মধ্যে দেশ টিভি কর্তৃপক্ষকে ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা প্রার্থনা ও প্রতিবেদক ফখরুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা না হলে সংগঠন আরো বৃহত্তর কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে। অবিলম্বে সরকারকে কার্যকরী উদ্যোগ গ্রহণ করে শিল্পের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে।