রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার রূপরেখা ও জনসম্পৃক্তি শীর্ষক মতবিনিময়
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার রূপরেখা ও জনসম্পৃক্তি করণ শীর্ষক মতবিনিময় সভা ময়মনসিংহের ত্রিশালে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার ৪নং কানিহারী ইউনিয়ন বিএনপি ও তার সকল অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে মতবিনিময় সভা স্থানীয় আহাম্মদবাদ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার রূপরেখা ও জনসম্পৃক্তি শীর্ষক মতবিনিময় সভায় ৩১ দফার গুরুত্ব নিয়ে প্রধান অতিথির বক্তব্য উপস্থাপন করেন ত্রিশাল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন।
এসময় বক্তারা বলেন, রাষ্ট্র মেরামতের যে ৩১ দফা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেছেন তা প্রতিটি ঘরে ঘরে পৌছে দেওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান। এছাড়াও সকল মান অভিমান ভুলে আগামীতে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান বক্তাগণ।
৪নং কানিহারী ইউনিয়ন বিএনপিনেতা আহাম্মদ আলী ভুলুর সভাপতিত্বে ও সাবেক ছাত্রদলনেতা আবু সাইদ মাস্টারের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।