অন্যান্য

জামায়াত নেতার মুক্তির দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

শহর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা ও মহানগর জামায়াতে ইসলামী। মঙ্গলবার বিকেলে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে সমাবেশ শেষে কয়েক হাজার নেতাকর্মীর বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউনহল চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিলপুর্ব সমাবেশে মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। বক্তব্য রাখেন বিশেষ অতিথি জেলা জামায়াতের আমীর মো. আব্দুল করিম, নায়েবে আমীর অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন, মহানগর জামায়াতের নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল, সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, বিগত ১৪ বছর যাবৎ এটিএম আজহারুল ইসলাম কারাগারে বন্দি। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের ১৯০ দিন অতিবাহিত হলো। অন্যান্য সকল রাজনৈতিক বন্দিদের মুক্তি দিলেও জননেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেননি। আমরা চাই এদেশের ছাত্র জনতা দুই হাজার মানুষের রক্তের বিনিময়ে শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ফাঁসির মঞ্চে গিয়েছেন। এখন তারা আর কোনো অপশক্তিকে ভয় পায় না। আমরা অনতিবিলম্বে এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি জানাই। অন্যথায় এদেশের ইসলাম প্রিয় তাওহিদী জনতাকে নিয়ে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তুলবো।